শিরোনাম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৮, ১২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:০০, ১২ এপ্রিল ২০২৫
শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় খোলা হয় পাগলা মসজিদের ১১টি দানবাক্স। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসী।
দানবাক্স খুলে মোট ২৮ বস্তা টাকা পাওয়া যায়। মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় চার শতাধিক ব্যক্তি টাকা গণনার কাজে অংশ নেন।
পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন ও আনসার সদস্য।