শিরোনাম
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৪:৩৫, ৮ মে ২০২৫
নরসিংদী মডেল থানা। ছবি: সংগৃহীত
এ ঘটনার পর রুবেল ও আলাউদ্দিন নামে দুইজনকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলের জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে মোস্তফার সঙ্গে পাশের বাড়ির তালিব মিয়ার ছেলেদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তালিব মিয়ার ৩-৪ জন ছেলে মোস্তফা মিয়া, তার স্ত্রী ও ছেলেমেয়ের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
এতে মোস্তফা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঢাকা এক্সপ্রেস/এনএ