শিরোনাম
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪১, ৮ মে ২০২৫
ভূমিদখল চাঁদাবাজি ও সন্ত্রাস থেকে জীবন ও সম্পদ রক্ষার দাবীতে মানববন্ধন করে রশিদপুর গ্রামের ১০টি ভুক্তভোগী পরিবার। ছবি: ঢাকা এক্সপ্রেস
মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী পরিবারের প্রতিনিধি রশিদপুর গ্রামের মৃত অফুর উদ্দিনের ছেলে আনছারুল ইসলাম, ইসমাইল হোসেরেনর ছেলে নুর ইসলাম, মৃত আব্দুল করিমের ছেলে ইউনুছ আলী, মৃত হালিম শাহের ছেলের আলি হোসেন, এনামুল হকের স্ত্রী রুখসানা বেগম, জহুরুল হকের ছেলে সাদ্দাম হোসেন, জহুরুল হকের স্ত্রী মেহেরুন নেছা, সোবহান উদ্দিনের ছেলে মকছেদুল হক।
এ সময় ভুক্তভোগীরা জানান, তারা গত ৫মাস থেকে তাদের প্রতিবেশী কতিপয় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও নৈরাজ্যকারী হিসেবে খ্যাত একটি ভয়ঙ্কর গ্রুপের দাপটে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারছে না।
ভুক্তভোগীরা বলেন, ‘আমরা পর্যায়ক্রমে উপজেলার নিরট্রি মৌজার জেএল নং ১৫৩ এর ৬ একর ৭০ শতক জমি ক্রয় করে নিজ নিজ নামে খাজনা খারিজ করে চাষাবাদ করে আসছি। কিন্তু গত ২০২৪ সালের ৫ আগষ্টের পটপরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে উক্ত সন্ত্রাসী বাহিনী আমাদের ক্রয়কৃত জমি দখল করে আমন মৌসুমে আমাদের ধান জোরপূর্বক কেটে নিয়ে গেছে। শুধু তাই নয়, ওই ধান কাটতে বাধা দেয়ায়, তারা আমাদের বাড়ি ঘরে হামলা করে অগ্নিসংযোগ করেছিলো।
ভুক্তভোগীরা আরও বলেন, ‘বর্তমানে রাস্তাঘাটে তাদেরকে প্রতি ক্ষণে ক্ষণে প্রাণনাশের হুমকি দিচ্ছে ওই সন্ত্রাসী বাহিনীরা। তাদের ভয়ে ঘর থেকে বের হতে পারছে না তারা। এমনকি ওই সন্ত্রাসী বাহিনীর ভয়ে তাদের হাট-বাজার জীবনযাত্রা সব বন্ধ হয়ে এখন মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে।’
ভুক্তভোগীরা জানায়, এখন মাঠে বোরো ধান কাটার সময় এসেছে। এখন ওই সন্ত্রাসী বাহিনীরা ৫লাখ টাকা চাঁদা দাবী করছে। তাদের চাহিদা মোতাবেক চাঁদা না দিলে, সেই বোরো ধানও কেটে নিয়ে যাওয়ার হুমকি
দিচ্ছে। এ জন্য তারা বাধ্য হয়ে জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করছেন।
উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী বলেন, ‘রশিদপুর গ্রামের কয়েকটি পরিবারের সদস্যরা একটি স্বারকলিপি প্রদান করেছে, যাহা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট উপদেষ্টা বরাবর প্রেরণ করা হবে।’
ঢাকা এক্সপ্রেস/এনএ