ঢাকা, শুক্রবার, ০৯ মে ২০২৫

২৬ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ
Scroll
হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত
Scroll
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাত থেকে বিক্ষোভ
Scroll
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ
Scroll
নারায়ণগঞ্জে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা, আহত ৫
Scroll
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর
Scroll
গুম থাকা বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের রাজধানীর শাহিনবাগ বাসায় পরোয়ানা নিয়ে পুলিশ, এসআই প্রত্যাহার
Scroll
প্রাইম এশিয়ায় পারভেজ হত্যা: আসামি ফারিয়া হক টিনা গ্রেপ্তার
Scroll
চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না ম্যাঙ্গো ক্যালেন্ডার, পরিপক্ক হলেই পাড়া যাবে আম
Scroll
পাকিস্তান ও ভারত সংঘাত আমাদের কোনো বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
Scroll
ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করার সিদ্ধান্ত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে

অ্যাম্বুলেন্সের পেছনে বাসের ধাক্কা, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৫৪, ৮ মে ২০২৫ | আপডেট: ১৭:০৭, ৮ মে ২০২৫

অ্যাম্বুলেন্সের পেছনে বাসের ধাক্কা, নিহত ৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় পাঁচজন নিহত। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের পেছনে বাসের ধাক্কায় পাঁচ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর সদর উপজেলার মিঠাপুকুর এলাকা থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে সিরাজদিখানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে বিকল হয়ে যায়। মহাসড়কের পাশে রেখে চাকা ঠিক করা হচ্ছিল। সে সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয় এবং দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়। এতে এক নারী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় সাত জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরো চার জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

নিহতদের মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ বলে জানা গেছে। তারা হলেন– অ্যাম্বুলেন্স চালক মাহবুব (৪০), যাত্রী সামাদ ফকির (৬৫), তার ছেলে বিল্লাল ফকির (৪০) ও মেয়ে আফসানা ( ২০)। অপর একজনের নাম এখনো জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় চার জনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, নিহত বিল্লাল ফকিরের স্ত্রী রোজিনা অন্তঃসত্ত্বা। তাকে অ্যাম্বুলেন্সে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সে বিল্লালের গোটা পরিবার ও শশুরবাড়ির লোকজন ছিলেন। দুই পরিবারের শিশুসহ ১০ জন ও অ্যাম্বুলেন্স চালক ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ আল মামুন বলেছেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর অ্যাম্বুলেন্স যাত্রীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে আরো চার জনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।’


ঢাকা এক্সপ্রেস/ এসইউ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন