শিরোনাম
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭:৫৮, ২৭ মে ২০২৫
জাতীয় তাঁতী সমিতির মতবিনিময় সভায় বক্তারা। ছবি: ঢাকা এক্সপ্রেস
সোমবার (২৬ মে) বিকেলে আয়োজিত এই সভায় অংশ নেন প্রায় শতাধিক মাধ্যমিক পর্যায়ের তাঁত মালিক। প্রবীণ তাঁত ব্যবসায়ী শওকত হোসেনের এতে সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় তাঁতী সমিতির সভাপতি ও বাংলাদেশ তাঁত বোর্ডের খণ্ডকালীন সদস্য আলহাজ্ব আব্দুস ছামাদ খান।
তিনি বলেন, ‘সিরাজগঞ্জের বেলকুচি এক সময় ছিল তাঁত শিল্পের প্রাণকেন্দ্র। এই ঐতিহ্য আমাদের গর্ব। এটি ফিরিয়ে আনতে হলে সরকারি সহায়তা, আধুনিকায়ন ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি।’
বক্তব্যে উঠে আসে সুতা ও রাসায়নিক দ্রব্যের লাগামছাড়া দামের প্রসঙ্গও। তাঁতীরা দাবি করেন মূল্য সহনীয় করতে হবে, পাশাপাশি সহজ শর্তে ঋণপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে নতুন উদ্যোক্তারা এগিয়ে আসতে পারেন।
সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় তাঁতী সমিতির সহ-সভাপতি জহিরুল হক, জয়েন্ট সেক্রেটারি মমিনুর রহমান, সদস্য রফিকুল ইসলাম, বেলকুচির লিয়াজোঁ অফিসার তামান্না তন্বী, মাধ্যমিক তাঁতী সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, প্রাথমিক তাঁতী সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম মাওলা, তাঁতী নজরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং হাঁট বণিক সমিতির সহ-সভাপতি মুক্তার হাসান প্রমুখ।
ঢাকা এক্সপ্রেস/এনএ