শিরোনাম
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯:১৪, ২৭ মে ২০২৫ | আপডেট: ২০:০২, ২৭ মে ২০২৫
আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য শফিকুল ইসলাম (৬৫) ওরফে সফি ডাকাত। ছবি: ঢাকা এক্সপ্রেস
গতকাল সোমবার (২৬ মে) দিবাগত রাতে টাঙ্গাইলের যমুনা নদীর চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শফি সিরাজগঞ্জ সদর উপজেলার বড় কয়ড়া গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, ‘গত ২১ মে রাতে উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর এলাকার কাউলিয়া চরে সংঘবদ্ধ এক ডাকাত দল খামারি তারা মিয়াকে (৬৫) শ্বাসরোধে হত্যা করে। এরপর তারা তার খামার থেকে তিনটি গরু লুট করে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর থেকেই পুলিশের একাধিক দল মাঠে নামে। গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের প্রত্যন্ত চরে অভিযান চালিয়ে সফিকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে।’
পুলিশ জানায়, সফি ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া, লুট হওয়া গরুগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এনএ