শিরোনাম
যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪০, ৩ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
ক্ষতিগ্রস্ত কৃষক মো. আমিনুর রহমান জানান, আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে ঢুকে দেখতে পান, তার দুটি দুধেল গাভী ও একটি বাছুর চুরি হয়ে গেছে। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন, রাত আড়াইটা থেকে ভোর ৫টার মধ্যে চোরেরা তালা ভেঙে গোয়ালঘরে ঢুকে গরুগুলো চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
ঘটনার পর তিনি আশপাশে খোঁজাখুঁজি করেও কোনোকিছুর সন্ধান পাননি। পরবর্তীতে তিনি ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ডিউটি অফিসার আব্দুস সোবহান চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানান তিনি।
ঢাকা এক্সপ্রেস/ইউকে