ঢাকা, শনিবার, ০৩ মে ২০২৫

২০ বৈশাখ ১৪৩২, ০৫ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
আওয়ামী লীগ নিষিদ্ধসহ হেফাজতের ১২ দফা ঘোষণাপত্র
Scroll
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
Scroll
ফিরিয়ে দিলেন বিশেষ ব্যবস্থার প্রস্তাব, নিয়মিত ফ্লাইটেই দেশে ফিরছেন খালেদা জিয়া
Scroll
ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, তালিকায় তৃতীয়
Scroll
গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
Scroll
সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
Scroll
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু আইয়ানও মারা গেল
Scroll
মোট ৪৩টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হজযাত্রী
Scroll
পাঁচ দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ হেফাজতে ইসলামের মহাসমাবেশ
Scroll
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
Scroll
সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
Scroll
গাজায় ২১১ সাংবাদিক নিহত, যার ২৮ জন নারী: জাতিসংঘের মানবাধিকার কার্যালয়
Scroll
ভারতের মন্দিরে পদপিষ্ট হয়ে নারীসহ ছয় জনের মৃত্যু
Scroll
ব্রিটিশ রাজপরিবারে ফিরতে চান প্রিন্স হ্যারি, রাজা চার্লসের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ
Scroll
ইমরান খান, ওয়াসিম আকরামসহ অনেক পাকিস্তানি সাবেক ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ‘ব্লকড’

প্রতিদিন সকালে খান ভেজানো আখরোট

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১২:২৮, ২ মে ২০২৫ | আপডেট: ১৪:১৫, ২ মে ২০২৫

প্রতিদিন সকালে খান ভেজানো আখরোট

ছবি: সংগৃহীত

সুস্থ থাকতে ড্রাই ফ্রুট্‌সের ভূমিকা বলার বাহিরে। কাঠ বাদাম, কাজু বাদাম ও আখরোট সহ অন্যান্য ড্রাই ফ্রুট্‌সগুলোতে রয়েছে নানা উপকারী উপাদান। সুস্থ ও সবল থাকতে সকালে ঘুম থেকে উঠেই উচিত স্বাস্থ্যকর কিছু খাওয়া। এতে স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি সারা দিন কাজ করার শক্তিও মিলবে। 

তেমনই একটি খাদ্য উপাদান হল আখরোট । মূলত আখরোট একপ্রকার বাদাম জাতীয় ফল। শুকনো এই ফলটি পুষ্টিগুণে ভরপুর। আখরোটের পুষ্টিগুণ অনেকেরই অজানা। তবে আখরোটের সেই পুষ্টিগুণ দ্বিগুণ হয়, যদি রাতভর পানিতে ভিজিয়ে রেখে সেটি সকালে খাওয়া যায়। 

আসুন জেনে নিই পানিতে ভেজানো আখরোটের কী কী উপকারিতা- 

১. মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে আখরোট। এই বাদামে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে; যা ব্রেনের ডেভেলপমেন্ট ও জ্ঞানীয় ফাংশনকে উন্নত করে। মস্তিষ্কের কোষকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, স্মৃতিশক্তি বাড়ে এবং নিউরোলজিক্যাল ডিজঅর্ডারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। 

২. আখরোটে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে; যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটি সবসময় খাওয়া যায়, তবে শীতের সময় অবশ্যই আখরোট খাওয়া উচিত। রাতে ভেজানো আখরোট সুপারফুডের সামিল হতে পারে।  

৩. আখরোটে রয়েছে আলফা লিনোলেনিক অ্যাসিড (ALA); যা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের একটি রূপ। এটি রক্তের ধমনীতে চর্বি জমতে বাধা দেয় এবং হার্টকে সুস্থ রাখে। এই আলফা-লিনোলিক অ্যাসিড হাড় মজবুত করে। এ ছাড়া এটি ব্যথা উপশমকারী হিসেবেও কাজ করে। ক্যালসিয়াম ও ভিটামিনের অভাবে শরীরে ব্যথা দূর করতেও আখরোট কাজ করে।

৪. ভিটামিন বি হল স্ট্রেস রিলিভার ও মুড ম্যানেজার। আখরোটে এক্ষেত্রেও দারুণ উপকারী। এমনকি অবসাদ কাটাতেও সাহায্য করে এই বাদাম জাতীয় ফল।

৫. আখরোট একটি দুর্দান্ত বিউটি টনিক; যা ডার্ক সার্কেল, শুষ্ক ত্বক, পিম্পলের মতো সাধারণ সমস্যাগুলি দূর করে। এতে উপস্থিত ভিটামিন ই, ভিটামিন বি-৫ ও অন্যান্য পুষ্টি উপাদান ত্বকে নতুন প্রাণ যোগায়। ত্বক সম্পর্কিত বেশিরভাগ সমস্যার সমাধানে আপনি আখরোটের উপর নির্ভর করতে পারেন।

৬. আখরোট ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করে। তাই আখরোট খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে। প্রি-ডায়াবেটিক হলে অবশ্যই ভেজানো আখরোট খান। এই বাদামের মধ্যে স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার ও প্রোটিন রয়েছে; যা রক্ত অতিরিক্ত শর্করা শোষণে সাহায্য করে। এর জেরে হঠাৎ করে সুগার লেভেল বাড়ে না।

৭. আখরোটের মধ্যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই পুষ্টি দেহে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে। জয়েন্টের ব্যথা কমানো থেকে শুরু করে মেজাজকে উন্নত করে আখরোট। সকালবেলা ভেজানো আখরোট খেলে দেহে পুষ্টির অভাব হবে না।

ঢাকা এক্সপ্রেস/এসএসবি/আরইউ

আরও পড়ুন