ঢাকা, শনিবার, ০৩ মে ২০২৫

২০ বৈশাখ ১৪৩২, ০৫ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
আওয়ামী লীগ নিষিদ্ধসহ হেফাজতের ১২ দফা ঘোষণাপত্র
Scroll
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
Scroll
ফিরিয়ে দিলেন বিশেষ ব্যবস্থার প্রস্তাব, নিয়মিত ফ্লাইটেই দেশে ফিরছেন খালেদা জিয়া
Scroll
ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, তালিকায় তৃতীয়
Scroll
গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
Scroll
সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
Scroll
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু আইয়ানও মারা গেল
Scroll
মোট ৪৩টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হজযাত্রী
Scroll
পাঁচ দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ হেফাজতে ইসলামের মহাসমাবেশ
Scroll
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
Scroll
সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
Scroll
গাজায় ২১১ সাংবাদিক নিহত, যার ২৮ জন নারী: জাতিসংঘের মানবাধিকার কার্যালয়
Scroll
ভারতের মন্দিরে পদপিষ্ট হয়ে নারীসহ ছয় জনের মৃত্যু
Scroll
ব্রিটিশ রাজপরিবারে ফিরতে চান প্রিন্স হ্যারি, রাজা চার্লসের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ
Scroll
ইমরান খান, ওয়াসিম আকরামসহ অনেক পাকিস্তানি সাবেক ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ‘ব্লকড’

যে সবজিগুলো গরমে শরীর ঠাণ্ডা রাখে 

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৩:৩৪, ২ মে ২০২৫ | আপডেট: ১৪:১১, ২ মে ২০২৫

যে সবজিগুলো গরমে শরীর ঠাণ্ডা রাখে 

ফাইল ফটো

চলছে গ্রীষ্মকাল। অসহনীয় তাপদাহে নাকাল অবস্থা।  আর গরম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে হজমের গোলমাল, পেটের একাধিক সমস্যা। এই গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখাটাই যেন বড় চ্যালেঞ্জের। গরম আসতেই এরই মধ্যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন ছোট-বড় সবাই। 

গরম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে হজমের গোলমাল, পেটের একাধিক সমস্যা। এসব সমস্যা থেকে রক্ষা পেতে চিকিৎসক ও পুষ্টিবিদরা গরমকালে খাদ্য তালিকা বদলে ফেলতে বলেন। গ্রীষ্মের গরমে সুস্থ থাকতে হালকা খাবার খাওয়া জরুরি।  

চলুন, জেনে নিই কোন শাকসবজিগুলো গরমে খাওয়া ভালো- 

শসা: শসার পুষ্টিগুণের কথা নতুন করে বলার নেই। পাওয়া যায় সারা বছরই। শসায় পানির পরিমাণ থাকে প্রায় পুরোটাই। তাই এটি খুব সহজে পেট ঠান্ডা রাখে। এই সবজিতে আছে ভিটামিন কে এবং সি, সেইসঙ্গে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। গরমে শসা খেলে তা শরীরকে ভেতর থেকে আর্দ্র রাখে।

বরবটি: সবুজ রঙের এই উপকারী সবজি খাওয়া যায় নানাভাবে। তরকারি হিসেবে কিংবা ভর্তা, ভাজি, সালাদ যেভাবেই খান না কেন, গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে বরবটি। এটি অল্প ক্যালোরি ও অধিক ফাইবার সমৃদ্ধ। সেইসঙ্গে হজমে বেশ সহায়ক। খাবারের তালিকায় বরবটি রাখলে মিলবে ভিটামিন কে, প্রোটিন, আয়রন, জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টি উপাদান।  

করলা: করলা তেতো স্বাদের হলেও এই সবজি ভীষণ উপকারী। করলার রস পান করলে তা পেটের সমস্যা ও হৃৎপিণ্ডের সুস্থতায় কাজ করে। করলায় পাবেন ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম ও পটাশিয়াম। এসব উপাদান হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং নিয়ন্ত্রণে রাখে রক্তে শর্করার পরিমাণ। গরমে নিয়মিত করলা খেলে শরীর ঠান্ডা থাকে।  

লাউ: লাউ অনেকেরই পছন্দের একটি সবজি। এই সবজিকে কিন্তু পুষ্টির ভাণ্ডারও বলা হয়। বিশেষ করে গরমে লাউ খাওয়া ভীষণ উপকারী। এই সবজিতে থাকা ক্যালসিয়াম হাড়কে মজবুত করে। সেইসঙ্গে পেটের সমস্যা, উচ্চ কোলেস্টেরল এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে।

লাউ: এই সবজি মূলত গরমকালে মেলে। এতে প্রচুর মাত্রায় জলীয় উপাদান থাকে যা গরমে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারি।

ঝিঙা: সবজিটি মূলত গরমকালেই পাওয়া যায়। গরমে ঝিঙা দিয়ে মাছের ঝোল খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্যও খুবই ভালো। এই সবজিতে প্রচুর মাত্রায় ফাইবার ও জলীয় উপাদান থাকে যা হজম প্রক্রিয়ায় সাহায্য করে।

চাল কুমড়া: এই সবজি খানিকটা লাউয়ের মতোই আমাদের শরীরকে শীতল রাখে। এতে প্রচুর মাত্রায় জলীয় উপাদান থাকে যা গরমে শরীরে পানির ঘটতি মেটায়।

চিচিঙ্গা: সবজিটি গরমকালে মেলে। এটি গরমে তাপজনিত ক্ষতির হাত থেকে শরীরকে রক্ষা করতে পারে।

ঢেঁড়স: গরমের এই সবজি ফাইবার ও ভিটামিন সি সমৃদ্ধ। এটি অতিরিক্ত গরমে শরীরকে শীতল রাখে সঙ্গে ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে।

বিট: বিট শীতকালীন সবজি। তবে সারা বছরই বাজারে চোখে পড়ে বিট। ‘হিট ওয়েভ’-কে বুড়ো আঙুল দেখিয়ে সুস্থ থাকতে বিট খাওয়া জরুরি। বিট পেটের গোলমাল কমায়। শরীরের ভেতর থেকে আর্দ্র করে তোলে। বিট খেলে হজমের সমস্যাও কমে।

লেটুস: গরমে লেটুস খাওয়া সত্যিই উপকারী। লেটুস পাতায় জলের ভাগ বেশি। ফলে শরীরে জলের ঘাটতি পূরণ করে এই পাতা। এ ছাড়া, শরীরের তাপমাত্রা কমাতে লেটুসের জুড়ি মেলা ভার। পেটের সমস্যাও কমায় এই পাতা। লেটুসের গুণে গরমেও চাঙ্গা থাকা যায়।

ঢাকা এক্সপ্রেস/এসএসবি/আরইউ

আরও পড়ুন