ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

৭ শ্রাবণ ১৪৩২, ২৬ মুহররম ১৪৪৭

মাদারীপুরে চাইনিজ কুড়ালসহ সেনাবাহিনীর হাতে আটক-২

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯:৫৩, ২০ জুলাই ২০২৫ | আপডেট: ২০:১৮, ২০ জুলাই ২০২৫

মাদারীপুরে চাইনিজ কুড়ালসহ সেনাবাহিনীর হাতে আটক-২

ছবি: ঢাকা এক্সপ্রেস

মাদারীপুরে চাইনিজ কুড়ালসহ মোটরসাইকেল আরোহী দুই কিশোরকে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল দল। রবিবার বেলা ১১ টার দিকে জেলার সদর উপজেলার মোস্তফাপুর শাজাহান খান কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে আটকদের মাদারীপুর সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

আটককৃতরা হল- জেলা শহরের নতুন মাদারীপুর এলাকার মামুন হাওলাদার ওরফে আলমাস হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার (২২) ও একই এলাকার আরিফ হাওলাদারের ছেলে তানজিম হাওলাদার (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিল মোটরসাইকেল চালক রাব্বি। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করে সেনাবাহিনী। এ সময় তার কাছে থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে আটক রাব্বির দেওয়া তথ্যের ভিত্তিতে তানজিমকে আটক করা হয়। পরবর্তীতে দুজনকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন