ব্রেকিং
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯:৫৩, ২০ জুলাই ২০২৫ | আপডেট: ২০:১৮, ২০ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
আটককৃতরা হল- জেলা শহরের নতুন মাদারীপুর এলাকার মামুন হাওলাদার ওরফে আলমাস হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার (২২) ও একই এলাকার আরিফ হাওলাদারের ছেলে তানজিম হাওলাদার (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিল মোটরসাইকেল চালক রাব্বি। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করে সেনাবাহিনী। এ সময় তার কাছে থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে আটক রাব্বির দেওয়া তথ্যের ভিত্তিতে তানজিমকে আটক করা হয়। পরবর্তীতে দুজনকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।
এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে