ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

৭ শ্রাবণ ১৪৩২, ২৬ মুহররম ১৪৪৭

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষায় ৫০ হাজারের মত আবেদন

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৩:৩৯, ২১ জুলাই ২০২৫ | আপডেট: ১৩:৪৩, ২১ জুলাই ২০২৫

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষায় ৫০ হাজারের মত আবেদন

ছবি: ঢাকা এক্সপ্রেস

যশোর শিক্ষা বোর্ডের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার জন্যে ৪৯ হাজার ৭৭৩টি আবেদন জমা পড়েছে। রবিবার সন্ধ্যায় যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন এ বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১০ আগস্ট এই খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।

সূত্রমতে, ২৪টি বিষয়ের জন্যে এই আবেদন জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৮ হাজার ৬৪টি করে আবেদন জমা পড়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের জন্যে। এরপরই রয়েছে সাধারণ গণিতের অবস্থান। এই বিষয়ে আবেদন পড়েছে ৬ হাজার ৮০৩টি। সবচেয়ে কম মাত্র ২টি আবেদন জমা পড়েছে অ্যাকাউন্টিং বিষয়ে। এ ছাড়া বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের জন্যে ২ হাজার ১৭টি করে, ভুগোল ও পরিবেশ বিদ্যার জন্যে ১ হাজার ১১৭টি, ইসলাম ও নৈতিক শিক্ষায় এক হাজার ৭৪০টি, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে ৩০৪টি, উচ্চতর গণিতে এক হাজার ৫১৫টি, উচ্চতর গণিতে ২ হাজার ১১৯টি, বিজ্ঞানে এক হাজার ৩৬৪টি, পদার্থ বিজ্ঞানে ৩ হাজার ২৭২টি, রসায়নে ২ হাজার ১৭৬ টি, জীববিজ্ঞানে ২৯৯টি, কৃষিশিক্ষায় ২ হাজার ৭০৮টি, বাংলাদেশ ও বিশ্ব শিক্ষা বিষয়ে ২ হাজার ৫১৭টিসহ অন্যান্য বিষয় মিলে মোট ৪৯ হাজার ৭৭৯টি আবেদন জমা পড়েছে। 

এ সম্পর্কে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন জানান, কারো ন্যায্য অধিকার থেকে কেউ যাতে বঞ্চিত না হয় সে বিষয়টি আন্তরিক ও মানবিকভাবে দেখার কথা বলেছি খাতা নিরীক্ষকদেরকে।

প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি ফলাফল গত ১০ জুলাইতে ঘোষণা করে বোর্ড। ঘোষিত ফলাফল অনুযায়ী এ বছর বোর্ডে পাস করেছে এক লাখ দুই হাজার ৩১৯ জন পরীক্ষার্থী। পাসের হার ৭৩ দশমিক ৬৯ শতাংশ এবং জিপিএ-৫(এ প্লাস) পেয়েছে ১৫ হাজার ৪১০ জন পরীক্ষার্থী। এ বছর এক লাখ ৩৮ হাজার ৮১৫ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন