শিরোনাম
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৯:৫৮, ২৯ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টায় রাজবাড়ী সদরের জৌকুড়া ধাওয়াপাড়া ফেরীঘাট এলাকায় এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাঁস ও হাঁসের খাবার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, রাজবাড়ী জেলা প্রাণী সম্পদ অফিসার ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো. উমর ফারুক।
প্রকল্প পরিচালক ডা. মো. আব্দুর রহিম বলেন, নদীবিধৌত চরাঞ্চলে বসবাসকারী মানুষদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে আজ রাজবাড়ী সদরের ১১৩টি পরিবারের মাঝে হাঁস ও দানাদার খাদ্য বিতরণ করা হয়েছে। এ প্রকল্প তাদের জীবনমান ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে। গরু, ছাগল, হাঁস-মুরগি পালনের উপর প্রশিক্ষণও এসব সুফলভোগীদের দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ ,রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলা সদরের বরাট, চন্দনী ও খানগঞ্জ ইউনিয়নের ১১৩ জন সুফলভোগী খামারীদের জনপ্রতি ২১টি উন্নতজাতের হাঁস ও ৭৫ কেজি হাঁসের খাবার বিতরণ করা হয়।
ঢাকা এক্সপ্রেস/ইউকে