শিরোনাম
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ২০:১১, ২৯ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
পরে নিহতর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উইং কমান্ডার আল আমিন নিহতর পরিবারের সঙ্গে দেখা করেন। শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তারা। যে কোন প্রয়োজনে নিহত শিশুর পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পরে একই উপজেলার নারায়ণপুরে বিমান দুর্ঘটনায় নিহত তাসমিন আফরোজ আয়মানের বাসায় যান বিমানবাহিনীর সদস্যরা। সেখানেও নিহতর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
বাংলাদেশ বিমানবাহিনীর উইং কমান্ডার আল আমিন বলেন, আমাদের বিমানবাহিনীর কোন সদস্য যদি মৃত্যুবরণ করেন। তাদেরকে যেভাবে রাষ্ট্রিয় মর্যাদায় তাদের দাফন করা হয়; সেভাবে দাফন করার সুযোগ আমরা পাইনি। পর্য়াক্রমে আমরা শহীদ শিশুদের কবরে পূর্ণ সামরিক মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করছি।
তিনি বলেন, বিমানবাহিনীর সদস্যরা যে সুযোগ সুবিধা পাবে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতর পরিবারও সেই সুযোগ সুবিধা পাবে বলে জানান এই উইং কমান্ডার।
এ সময় বাংলাদেশ বিমানবাহিনীর ১৪ জন সদস্যসহ নিহতর পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে