ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫

১৫ শ্রাবণ ১৪৩২, ০৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
সাইবার হামলার শঙ্কা: সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক
Scroll
৩৯ আসনের সীমানায় পরিবর্তন: গাজীপুরে বেড়েছে, বাগেরহাটে কমেছে
Scroll
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস
Scroll
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড
Scroll
রংপুরে গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
Scroll
রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
Scroll
রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার
Scroll
রাশিয়ায় আট দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামির সতর্কতা
Scroll
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য; কিছু শর্ত জুড়ে দিয়ে কিয়ার স্টারমারের ঘোষণা
Scroll
উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল নারী দল

দাউদকান্দিতে কাভার্ডভ্যান থেকে ৬০ লাখ টাকার কাপড় ছিনতাই

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২০:৫৬, ২৯ জুলাই ২০২৫

দাউদকান্দিতে কাভার্ডভ্যান থেকে ৬০ লাখ টাকার কাপড় ছিনতাই

ছবি: সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় কাপড় বোঝাই একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করেছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। ভুক্তভোগী ব্যবসায়ীরা সকলেই চান্দিনা উপজেলার কাপড় ব্যবসায়ী।

জানা যায়, গত শুক্রবার (২৬ জুলাই) চান্দিনার ১৮ জন কাপড় ব্যবসায়ী নরসিংদীর বাবুরহাট বাজার থেকে কাপড় কিনে ‘নিরাপদ ট্রান্সপোর্ট’-এর একটি কাভার্ডভ্যানে মালামাল পাঠান। কাভার্ডভ্যানটি দাউদকান্দির বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি পিকআপ গাড়ির গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে চালককে জিম্মি করে ছিনতাইকারীরা গাড়িটি নিয়ন্ত্রণে নেয় এবং মালামালসহ পালিয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী তাপস মজুমদার জানান, আমরা ১৮ জন মিলে প্রায় ৬০ লাখ টাকার কাপড় কিনে ট্রান্সপোর্টে পাঠাই। বানিয়াপাড়ায় পৌঁছালে হঠাৎ একটি পিকআপ এসে কাভার্ডভ্যানটির গতিরোধ করে। চালককে সরিয়ে তারা গাড়ি নিয়ে যায়। আজ তিন দিন হয়ে গেলেও পুলিশ গাড়ি ও মাল উদ্ধার করতে পারেনি।

আরেক ব্যবসায়ী রাজিব নন্দী বলেন, আমি সাড়ে তিন লাখ টাকার থ্রিপিস ও চাদর কিনেছিলাম। রাতে ফোনে জানলাম গাড়িটি ছিনতাই হয়েছে। এতে আমরা চরম বিপদে পড়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাই, দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার করে মালামাল উদ্ধার করা হোক।

‘নিরাপদ ট্রান্সপোর্ট’-এর চান্দিনা ব্রাঞ্চ ম্যানেজার সনত কুমার নন্দী বলেন, ছিনতাইকারীরা চালককে মারধর করে গাড়ি ও মালামাল ছিনিয়ে নেয়। এমনকি চালকের বিকাশ পিন নিয়ে ৫ হাজার টাকাও তুলে নেয়। খবর পাওয়ার পর আমি দাউদকান্দি মডেল থানায় মামলা করেছি।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা গাড়ি ও মালামাল উদ্ধারে কাজ করছি।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন