শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২১:১৬, ২৯ জুলাই ২০২৫ | আপডেট: ২১:২০, ২৯ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত, প্রতীকী
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে চৌদ্দগ্রামের মিরশান্নী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, লায়লী বেগম (৪৫), স্মৃতি বেগম (৩৫) ও আবদুল জলিল (৫৫)।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মো. সাহাব উদ্দিন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাক মিরশান্নী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চারজন যাত্রী গুরুতর আহত হন এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়।
নিহতের আত্মীয় আবু মুছা জানান, রোশনা বেগম ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি গ্রাম থেকে কালিকাপুর ইউনিয়নের দৌলবাড়ি গ্রামে এক আত্মীয়ের মৃত্যুসংবাদ পেয়ে পরিবারের আরো তিন সদস্যকে সঙ্গে নিয়ে রওনা হন। মিরশান্নী এলাকায় অটোরিকশাটি ইউটার্ন নিয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে উঠলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রোশনাকে মৃত ঘোষণা করেন।
ওসি সাহাব উদ্দিন আরো বলেন, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওই এলাকায় ইউটার্ন নেওয়ার সময় নিয়ম না মানায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
ঢাকা এক্সপ্রেস/ইউকে