শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২১:৩১, ২৯ জুলাই ২০২৫ | আপডেট: ২১:৩৪, ২৯ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে দলটির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, যারা এর আগে রাষ্ট্রপরিচালনা করেছে আবার তারা মসনদে বসে নতুনভাবে কি সুন্দর দেশ উপহার দেবে তা আমাদের বুঝতে বাকি নেই। এই বাংলাদেশ আমরা আর কোন চাঁদাবাজদের হাতে তুলে দেব না। জুলাই আন্দোলনের পর যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তা এক নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। ইসলামের শাসনতন্ত্র আন্দোলন কখনোই কোন জুলুমবাজ চাঁদাবাজ সন্ত্রাসী কাউকে সমর্থন করে না।
গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল, জেলা শাখার সভাপতি ডা: এইচ এম মোমতাজুল করিম, জেলা জামায়াতের আমীর ও এনসিপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে চরম বৃষ্টি উপেক্ষা করে বিকাল তিনটার পর থেকেই ঝিনাইদহের ছয়টি উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে থাকেন। আসরের নামাজের পর পুরো পায়রা চত্বর কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
ঢাকা এক্সপ্রেস/ইউকে