শিরোনাম
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ২২:১৯, ২৯ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
সরু রাস্তায় ঢুকতে ও গ্রামের সড়কে চলাচল করতে সমস্যা এবং তুলনামূলক অ্যাম্বুলেন্সের ভাড়া বেশি থাকায় সেবাও নিতে পারেন না দরিদ্র মানুষ। এজন্য কম খরচে কীভাবে ব্যতিক্রমী অ্যাম্বুলেন্স সেবা চালু করা যায় সেই চিন্তা থেকে এই ব্যতিক্রমি উদ্যোগ নেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান। সেই চিন্তার বাস্তবায়নে ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে দুটি ইজিবাইক অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয় বলে জানিয়েছেন তিনি।
ইউএনও ইসরাত জাহান বলেন, চরাঞ্চল পরিদর্শন কালে ডিক্রিরচর ও নর্থচ্যানেল ইউনিয়নে যতটা উন্নত হিসেবে কল্পনা করেছিলাম বাস্তবে গিয়ে সেরকম দেখিনি। বিশেষ করে চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা কিছুটা পিছিয়ে পড়া মনে হয়েছে। তখনই চিন্তা হচ্ছিল এসব জায়গা থেকে মানুষ কীভাবে অসুস্থ রোগীকে বিশেষ করে প্রসূতি মায়েদের হাসপাতালে নেবে। এরকম একটা সমস্যার বিষয়ে চিন্তা থেকেই মাথায় ভাবনা কাজ করছিল কীভাবে সেবা প্রাপ্তি আরো সহজ করা যায়। অবশেষে উপজেলা উন্নয়ন ও পরিচালনা প্রকল্পের মাধ্যমে দুটি ইজিবাইক অ্যাম্বুলেন্স কেনা হয়। চরাঞ্চলের সরু রাস্তায় চলবে বলে নাম রাখলাম ভ্রম্যমান এ্যাম্বুলেন্স পদ্মা-১ ও ২।
ইজিবাইক অ্যাম্বুলেন্স সেবা চালু অনুষ্ঠানে চালকের হাতে দুটো ইজিবাইকের চাবি তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় সদর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দুইটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে