ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫

১৫ শ্রাবণ ১৪৩২, ০৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
সাইবার হামলার শঙ্কা: সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক
Scroll
৩৯ আসনের সীমানায় পরিবর্তন: গাজীপুরে বেড়েছে, বাগেরহাটে কমেছে
Scroll
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস
Scroll
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড
Scroll
রংপুরে গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
Scroll
রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
Scroll
রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার
Scroll
রাশিয়ায় আট দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামির সতর্কতা
Scroll
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য; কিছু শর্ত জুড়ে দিয়ে কিয়ার স্টারমারের ঘোষণা
Scroll
উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল নারী দল

নীলফামারীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২২:৩১, ২৯ জুলাই ২০২৫

নীলফামারীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি: ঢাকা এক্সপ্রেস

নীলফামারীতে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে হেরোইনসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে আরো দুজন চিহ্নিত মাদক ব্যবসায়ী পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী জেলা পুলিশ সুপার জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (নিঃ) মো. আকতার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ৫ নম্বর টুপামারী ইউনিয়নের বনবিভাগ এলাকায় অভিযান চালায়।

অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গীয় ফোর্স এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তি মো. আবুল বাশার (৪৪), পিতা- মৃত গোলাম মোস্তফা, সওদাগড় পাড়া, ওয়ার্ড-৫, নীলফামারী। তার দেহ তল্লাশী করে ডান হাতে ধরা একটি সাদা পলিথিন ব্যাগে মোড়ানো এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামির দেওয়া তথ্য অনুযায়ী, পলাতক অপর দুই আসামি হলো – ১। মোছা. নাছরিন আক্তার (২৯), স্বামী- মো. সাদ্দাম হোসেন ২। মো. সাদ্দাম হোসেন (৩০), পিতা- মৃত জহির উদ্দিন, — উভয়ের ঠিকানা: বনবিভাগ, বাজার মৌজা, ৫ নং টুপামারী ইউনিয়ন, নীলফামারী।

গ্রেফতার আবুল বাশার পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন ধরে ওই দুই পলাতক আসামির কাছ থেকে নিয়মিত হেরোইন সংগ্রহ করে বিক্রি করে আসছিল।

পরে ডিবি পুলিশের দল ওই পলাতক আসামিদের বসতবাড়িতে অভিযান চালিয়ে শয়নঘরের বালিশের নিচ থেকে আরো দুই গ্রাম হেরোইন, যার বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা, নগদ মাদক বিক্রির ৭,০৫০ টাকা এবং দুটি মোবাইল ফোন (GDL G301 ও benco E12 মডেল) উদ্ধার করে। সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত আলামত তালিকাভুক্ত করে জব্দ করা হয়েছে।

জানা গেছে, ধৃত ও পলাতক তিনজনই পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে—মোঃ আবুল বাশার: ২টি মাদক মামলা, মোছাঃ নাছরিন আক্তার: ২টি মাদক মামলা, মোঃ সাদ্দাম হোসেন: ৪টি মাদক মামলা।

গ্রেফতার আবুল বাশারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারায় নীলফামারী সদর থানায় মামলা (নং-২৮, তারিখ-২৮/০৭/২০২৫) রুজু করা হয়েছে।

জেলা পুলিশ সুপার জানিয়েছেন, মাদকবিরোধী এই ধরনের অভিযান চলমান থাকবে এবং নীলফামারীকে মাদকমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন