শিরোনাম
যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৩:০০, ১৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:০১, ১৪ এপ্রিল ২০২৫
যশোর বেনাপোল থেকে মংলাগামী বেতনা কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ায় এক ঘন্টা খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো। সকাল ১১টা ৪০ মিনিটে লাইনচ্যুত বগিটি প্রথম ট্রাকে রেখে দ্বিতীয় ট্রাক চালু করলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
রেলের যাত্রী ও স্টাফরা জানান, সকাল ৯টায় বেনাপোল থেকে মংলাগামী বেতনা কমিউটার ট্রেনটি ছেড়ে আসে। সকাল ১০টা ২০ মিনিটে যশোর জংশনে প্রবেশের সময় ক্রসিংয়ে শেষের বগিটি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
যশোর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান জানান, প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় ক্রসিং থেকে লাইনচ্যুত বগিটি প্রথম ট্রাকে ঠেলে দেয়া হয়। এরপর দ্বিতীয় ট্রাকটি সচল করা হলে ১১টা ৪০ মিনিটের দিকে সারাদেশের সাথে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।
ঢাকা এক্সপ্রেস/ এসএ