ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৭

ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে একাধিক মামলার আসামি আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ২১:৫৫, ১৯ জুন ২০২৫

ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে একাধিক মামলার আসামি আটক

আটকৃত রিপন সরকার

ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে একাধিক মামলার এজাহারভুক্ত আসামি রিপন সরকারকে (৪৫) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে পাসপোর্ট যাচাই-বাছাইকালে তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি ধরা পড়ে।

আটক রিপন সরকার বগুড়া সদর উপজেলার ঠেংগামারা গ্রামের সাজু সরকারের ছেলে। তার পাসপোর্ট নম্বর—এ ০৮০১৮৬৪৪।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, রিপন সরকার ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে এলে পাসপোর্ট স্ক্যানিংয়ের সময় তার নাম বগুড়া সদর থানার একাধিক মামলার আসামি হিসেবে উঠে আসে। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে।

বগুড়া সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর দায়ের হওয়া মামলা নম্বর ৪১ (ধারা ১৪৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ পেনাল কোড এবং ৩/৫/৬ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮) এবং ২০২১ সালের ১২ অক্টোবর দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নম্বর ২৯ রয়েছে। দুটি মামলাতেই তিনি এজাহারভুক্ত আসামি।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন মুন্সি জানান, “পাসপোর্ট যাচাইয়ের সময় মামলার তথ্য ওঠে আসায় তাকে আটক করা হয়। প্রাথমিক কার্যক্রম শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে দ্রুত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএক্স/এসকে

আরও পড়ুন