ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫

১৫ শ্রাবণ ১৪৩২, ০৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
৩৯ আসনের সীমানায় পরিবর্তন: গাজীপুরে বেড়েছে, বাগেরহাটে কমেছে
Scroll
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস
Scroll
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড
Scroll
রংপুরে গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
Scroll
রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
Scroll
রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার
Scroll
রাশিয়ায় আট দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামির সতর্কতা
Scroll
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য; কিছু শর্ত জুড়ে দিয়ে কিয়ার স্টারমারের ঘোষণা
Scroll
উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল নারী দল

ঘুরতে গিয়ে পাহাড় থেকে পড়ে ২ পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১১:৫২, ১০ জুলাই ২০২৫ | আপডেট: ১১:৫৫, ১০ জুলাই ২০২৫

ঘুরতে গিয়ে পাহাড় থেকে পড়ে ২ পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়ে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের দুই ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন। 

বুধবার (৯ জুলাই) দুপুরে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের একটি দল অভিযান চালিয়ে নিখোঁজ সেই দুই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রামের মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় পর্যটকদের গমননিষিদ্ধ মেলখুম ট্রেইলে এ দুর্ঘটনা ঘটেছে। 

মৃতরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামের আরফান গালিব (২২) ও ঢাকার যাত্রাবাড়ীর ধুনিয়ালাপাড়া এলাকার মো. ইব্রাহিম হৃদয় (২২)। তারা ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন- মো. মিরাজ, রায়হান ও সায়েম।

মৃতদের বন্ধুরা জানান, মঙ্গলবার সকালে ফেনী থেকে তারা তিন বন্ধু মিলে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে যান। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরো দুই তরুণ। সেদিন রাত থেকে তাদের কোনো সন্ধান না পেয়ে আরেক বন্ধু জিহাদ হাসানসহ কয়েকজন মেলখুম গিরিপথে গিয়ে স্থানীয় বাসিন্দা, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে নিখোঁজ হওয়ার বিষয়টি জানান। পরে বুধবার বিকাল ৫টার দিকে ঘটনাস্থল থেকে গালিব ও হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত সায়েম বলেন, বৃষ্টি চলাকালে পাহাড়ের একটি অংশে ছবি তোলার সময় এক বন্ধুর ব্যাগ পড়ে যায়। ব‍্যাগটি তুলতে গিয়ে প্রথমে হৃদয় পা পিছলে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে গালিবও পড়ে যান। পরে পানির স্রোতের কারণে তাদের আর পাওয়া যায়নি। আমিসহ ওই এলাকার স্থানীয় দুজন সারারাত সেখানে থেকে তাদের খোঁজাখুঁজি করেছিলাম।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুর বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাজু সিংহ বলেন, হাসপাতালে আহত অবস্থায় তিনজনকে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

এ ব্যাপারে বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, সোনাপাহাড় মেলখুম ট্রেইলে পাঁচজন পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। বুধবার বিকালে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক জিএম তাজ উদ্দিন পলাশ বলেন, বর্ষা মৌসুমে মেলখুম ট্রেইলে পর্যটক যাওয়া নিষিদ্ধ রয়েছে, তবু শুনেছি তারা সেখানে গিয়েছে। দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে পলিটেকনিক ইনস্টিটিউটে শোক বইছে। 

এদিকে বুধবার রাতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শাহিন চত্বরে দুই ছাত্রের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন