ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

১৬ শ্রাবণ ১৪৩২, ০৫ সফর ১৪৪৭

‘জুলাইয়ের শহীদরা বৈষম্যহীন রাষ্ট্রের পথপ্রদর্শক’- সাইদুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬:৪৯, ৩০ জুলাই ২০২৫ | আপডেট: ১৬:৫১, ৩০ জুলাই ২০২৫

‘জুলাইয়ের শহীদরা বৈষম্যহীন রাষ্ট্রের পথপ্রদর্শক’- সাইদুর রহমান

ছবি: ঢাকা এক্সপ্রেস

‘জুলাইয়ের শহীদরা কেবল একটি তারিখের ইতিহাস নন, তারা আমাদের আত্মমর্যাদা, মানবিকতা এবং বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্নের প্রতীক।’ এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের প্রিয়াঙ্কা সিটিতে ‘উত্তরাস্থ সিরাজগঞ্জ ফোরাম’-এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শহীদরা আমাদের পথ দেখিয়েছেন, কীভাবে বৈষম্য, নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। আমরা তাদের সেই মহান ত্যাগের চেতনা বুকে ধারণ করে একটি মানবিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।’

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহত শিশুদের স্মরণ করে তিনি আরো বলেন, ‘আমাদের নিষ্পাপ সন্তানেরা যেভাবে নির্মমতার শিকার হয়েছে, তা জাতির বিবেককে নাড়া দিয়েছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

ঢাকায় অবস্থানরত সিরাজগঞ্জবাসীর পারস্পরিক সহমর্মিতা ও বন্ধনের কথা উল্লেখ করে বাচ্চু বলেন, ‘উত্তরাস্থ সিরাজগঞ্জবাসী হিসেবে আমরা যেন একে অপরের পাশে থাকি। এই ঐক্য ও মানবিক সংহতিই ভবিষ্যতের বাংলাদেশকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।’

তিনি রাজনীতিতে সহনশীলতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমরা হিংসা ও বিভেদের রাজনীতি চাই না। চাই সহনশীলতা, ভালোবাসা আর পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব। রাজনীতির পথ হওয়া উচিত অন্তর্ভুক্তিমূলক ও মূল্যবোধভিত্তিক।’

আলোচনা সভা শেষে নিহতদের শহীদি মর্যাদা এবং আহতদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব। দোয়া মাহফিল পরিচালনা করেন ‘উত্তরাস্থ সিরাজগঞ্জ ফোরাম’-এর প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফুল আলম আলীম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব মো. মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক মো. কফিল আহমেদ, মো. আফাজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন