ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫

১৫ শ্রাবণ ১৪৩২, ০৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস
Scroll
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড
Scroll
রংপুরে গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
Scroll
রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
Scroll
রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার
Scroll
রাশিয়ায় আট দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামির সতর্কতা
Scroll
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য; কিছু শর্ত জুড়ে দিয়ে কিয়ার স্টারমারের ঘোষণা
Scroll
উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল নারী দল

সরকার ইসলাম বিরোধী পদক্ষেপ নিলে প্রতিরোধ করা হবে: মামুনুল হক

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৩:৩৪, ১১ জুলাই ২০২৫ | আপডেট: ১৪:২৪, ১১ জুলাই ২০২৫

সরকার ইসলাম বিরোধী পদক্ষেপ নিলে প্রতিরোধ করা হবে: মামুনুল হক

ছবি: ঢাকা এক্সপ্রেস

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, দেশের সকল সংকটে খেলাফত মজলিস গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। জুলাই আন্দোলনেও রক্ত দিয়েছে কিন্তু স্বৈরাচারীর কাছে মাথানত করেনি। আমরা জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার, আমরা নতুন বাংলাদেশ নির্মাণের অন্যতম দাবিদার। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি। কিন্তু তারা দেশ ও ইসলাম বিরোধী কোন পদক্ষেপ নিলে তাদের বিরুদ্ধে মাঠে নামতে দ্বিধাবোধ করবো না।

বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা হত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এই গণসমাবেশের আয়োজন করে সংগঠনটির যশোর জেলা শাখা।

মামুনুল হক বলেন, ইসলাম ও মহানবী (স:) এর বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ কটাক্ষকারী শারমীন মুরশিদকে ঠেকান নইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি আরো বলেন, স্বাধীনতার অবদানের নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। কিন্তু আবু সাঈদ, মুগ্ধর বাংলাদেশে তাদের ফিরে আসতে দেওয়া হবে না। এজন্য দেশের সকল রাজনৈতিক দলগুলোকে একসাথে থাকার আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেই প্রতিযোগিতা যেন বিদ্বেষ ছড়ানোর হাতিয়ার না হয়ে ওঠে।

আল্লামা মামুনুল হক আরো বলেন,নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে যে আক্রমনমুখি অবস্থার সৃষ্টি হয়েছে সেটাকে খেলাফত মজলিস উদ্বেগজনক বলে মনে করে। এ বিতর্ক নিরসনে আমরা যে কল্যাণকর প্রস্তাব উপস্থাপন করেছি সকল দলকে তা বিবেচনায় নিয়ে কার্যকর করার আহ্বান জানাচ্ছি।

খেলাফত মজলিস যশোরের সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, শরীফ সাঈদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা নিয়ামততুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য অতিউল্লাহ মাহমুদ। এ ছাড়া খুলনা বিভাগের ১০ জেলার সভাপতি সম্পাদকরা বক্তব্য রাখেন।

এর আগে, বৃষ্টি উপেক্ষা করে যশোর ছাড়া আশেপাশের বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরা মিছিলসহকারে অংশ নেন বিডি হলে।
 

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন