শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৪:৫৯, ৩০ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
এ সময় বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ উল্লেখসহ একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে না। বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা আরো বলেন, সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিল করতে হবে। কোনো অবস্থাতেই বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। বক্তারা কিন্ডারগার্টেনসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি জানান। দ্রুত দাবি মেনে না নিলে আগামী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম, সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।
শেষে অংশগ্রহণকারীরা একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের কাছে তুলে দেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে