শিরোনাম
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৮, ৩০ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে বৃষ্টির মধ্যেই নিজ এলাকায় জানাজার নামাজ শেষে পুরাতন জামে কবরস্থানে শায়িত করা হয়।
ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার পৌর সাবেক ওয়ার্ড কমিশনার মরহুম মুন্সি ওয়ালিউল্লাহ বাবলুর মেয়ে। এদিকে মাকে হারিয়ে যমজ দুই শিশু আরিয়ান ও আয়ান কান্নায় ভেঙে পড়েছে। মাকে ডাকছে বারবার। অঝোরে কাঁদছে তারা। পুরো এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।
জ্যোতির ভাই শোভন বলেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে মিরপুরে বসবাস করতেন আমার বোন। নিকুঞ্জ এলাকার মনি ট্রেডিং করপোরেশনে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন জ্যোতি।
মঙ্গলবার সোয়া ৯টার দিকে অ্যাম্বুলেন্সে করে জ্যেতির মরদেহ নিজ এলাকায় পৌঁছায়। সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর স্থানীয় মসজিদে জানাজার নামাজ শেষে পাশেই পুরাতন জামে মসজিদের কবরস্থানে জ্যোতির মরদেহ শায়িত করা হয়।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের বাঁশপত্তি এলাকার বিলের মাঝখান থেকে তার লাশ উদ্ধার করে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
তিনি গত রবিবার টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিট করতে যান। বৃষ্টির পানিতে রাস্তা ও ড্রেন পানিতে তলিয়ে যায়। এ সময় তিনি ড্রেনে পড়ে তলিয়ে যান।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, দুর্ঘটনাস্থলের ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর এবং প্রবল বর্ষণের কারণে পুরোপুরি পানিতে ডুবে ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিক ডুবুরি দল জ্যোতির লাশ উদ্ধার করে।
ঢাকা এক্সপ্রেস/আরইউ