ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

১৬ শ্রাবণ ১৪৩২, ০৫ সফর ১৪৪৭

সিঙ্গাইরে সংবাদ প্রকাশের পর 

অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিলেন প্রশাসন

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫:১০, ৩০ জুলাই ২০২৫

অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিলেন প্রশাসন

ছবি: ঢাকা এক্সপ্রেস

মানিকগঞ্জের সিঙ্গাইরে সরকারি খাস জমির একটি খাল দখল করে স্থায়ী ভবন নির্মাণ করছিলেন এক প্রভাবশালী ব্যক্তি। পরে একাধিক জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। মঙ্গলবার (২৯ জুলাই) ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে খালের জমিতে নির্মাণাধীন ওই অবৈধ স্থাপনার বিষয়ে ব্যবস্থা নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন সিঙ্গাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ বিন শফিক।

 সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ বিন শফিক বলেন, ‘সরকারি জমি দখলের কোনো সুযোগ নেই। খালের জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা তিন দিনের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত বছর উদ্দিন খাঁ এ বিষয়ে সম্মতি জানিয়ে লিখিত দিয়েছেন। নির্দেশ অমান্য করলে প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের বাসিন্দা বছর উদ্দিন খাঁ সরকারি খালের জমি দখল করে ইট, বাঁশ ও কাঠ ব্যবহার করে ভবন নির্মাণ শুরু করেন। এ বিষয়ে গত ২৭ ও ২৮ জুলাই দেশের একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে মাঠে নামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দারা জানান, খালটি বহু বছর ধরে এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভবন নির্মিত হলে বর্ষা মৌসুমে পানি আটকে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। প্রশাসনের ব্যবস্থায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন