শিরোনাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩:৫২, ১১ জুলাই ২০২৫ | আপডেট: ১৪:৩১, ১১ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
র্যাব সূত্রে জানা গেছে, গত ১০ জুন বিকালে ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া নয়াবাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। সেদিন স্থানীয়রা সাব্বির হোসেন খোকা নামের একজনকে আটক করলে, খবর পেয়ে জাহিদুল ইসলাম বাবু অস্ত্রধারী সহযোগীদের নিয়ে খোকাকে ছাড়াতে এসে এলাকায় অতর্কিত গুলি চালায়। পরে প্রায় ২০-২৫ জনের একটি দল নিয়ে বাবু জনৈক রাসেল ডাক্তারের দোকানের সামনে ব্যবসায়ী মামুন ভূঁইয়াকে ঘেরাও করে এলোপাতাড়ি মারধর করে।
এক পর্যায়ে বাবু তার হাতে থাকা অবৈধ পিস্তল দিয়ে মামুনের মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তিনি মারা যান। এসময় খোকা ও রাসেল ফকিরও পিস্তল থেকে গুলি চালান, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়।
ঘটনার পরদিন নিহত মামুনের বড় ভাই বাদল ভূঁইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিলেন জাহিদুল ইসলাম বাবু।
র্যাব জানায়, গ্রেফতারকৃত বাবুকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে