ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫

১৫ শ্রাবণ ১৪৩২, ০৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস
Scroll
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড
Scroll
রংপুরে গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
Scroll
রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
Scroll
রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার
Scroll
রাশিয়ায় আট দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামির সতর্কতা
Scroll
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য; কিছু শর্ত জুড়ে দিয়ে কিয়ার স্টারমারের ঘোষণা
Scroll
উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল নারী দল

সবুজ নারায়ণগঞ্জ গড়ার পথে এক লক্ষ গাছের মাইলফলক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫:১৯, ১১ জুলাই ২০২৫

সবুজ নারায়ণগঞ্জ গড়ার পথে এক লক্ষ গাছের মাইলফলক

ছবি: ঢাকা এক্সপ্রেস

‘নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্ব সেরা’ এই প্রত্যয় নিয়ে শুরু হওয়া ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি এক অনন্য মাইলফলকে পৌঁছেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সাইনবোর্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে রোপণ করা হয়েছে ১ লক্ষতম গাছের চারা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই ঐতিহাসিক বৃক্ষরোপণের উদ্বোধন করেন।

এই কর্মসূচির সূচনা হয়েছিল গত ১০ মে, ঢাকা বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর উদ্বোধনের মধ্য দিয়ে। এরপর টানা দুই মাস জেলার সর্বত্র ছড়িয়ে পড়ে বৃক্ষরোপণের কর্মযজ্ঞ।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এই সবুজায়ন কার্যক্রম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ জেলার পাঁচটি উপজেলা, ৩৯টি ইউনিয়ন, ৫টি পৌরসভা, ৪২টি সরকারি দপ্তর, ৩১০টি শিক্ষা প্রতিষ্ঠান, ১৮০.৩ কিলোমিটার দীর্ঘ সড়ক এবং ৪ কিলোমিটার খালের পাড়জুড়ে একযোগে পরিচালিত হয়েছে। মোট ৪৮ প্রজাতির স্থানীয় ও বিদেশি গাছ রোপণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিদেশি প্রজাতিগুলো হলো  চেরি, গোলাপি ট্রাম্পেট, জাকারান্ডা, ফক্সটেল পাম, গ্লোরিয়া সিরিয়া এবং রেইন ট্রি।

বিশেষ গুরুত্ব পেয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। এই সড়কে রোপণ করা হয়েছে সর্বোচ্চ ৩ হাজার পিস দেবদারু গাছ, যা একে সবুজ ও দৃষ্টিনন্দন সৌন্দর্যের করিডোরে রূপান্তর করেছে। এ ছাড়া, হাজিগঞ্জ দুর্গ, শীতলক্ষ্যা নদীর তীর এবং বিভিন্ন ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থাপনায়ও সবুজায়নের ছোঁয়া লেগেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির সফল বাস্তবায়নে সম্মিলিতভাবে অংশগ্রহণ করেছেন জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী, সাধারণ নাগরিক, বিভিন্ন সামাজিক ও পরিবেশ সচেতন সংগঠন। এতে কাজ করেছেন ১৫৬ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী, ১০০ জন পরিচ্ছন্নতা কর্মী, ৬৬০ জন বাগান শ্রমিক এবং অন্তত ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য।

এই বৃহৎ কর্মযজ্ঞ এখন শুধু একটি বৃক্ষরোপণ কর্মসূচি নয়, বরং তা পরিণত হয়েছে এক সামাজিক ও নাগরিক আন্দোলনে, যেখানে মানুষ পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজ নিজ দায়িত্ব পালন করছেন। এলাকাভিত্তিক সৌন্দর্যবর্ধক গাছের পরিকল্পনা এই নগরীর দৃশ্যমান পরিবেশকে নতুন মাত্রা দিয়েছে, যা একে পর্যটনবান্ধব নগরীতে রূপ দিতে সহায়ক হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,‘আমরা এমন একটি নারায়ণগঞ্জ গড়তে চাই, যেখানে নাগরিক সুবিধা, পরিবেশ রক্ষা ও ঐতিহ্য একসাথে লালিত হবে। এই কর্মসূচি সেই স্বপ্নের পথচলার সূচনা।’

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন