শিরোনাম
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫:৩০, ১১ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বটতলি বাজার এলাকায় সদর উপজেলা মডেল মসজিদ হলরুমে প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়। দ্রুত সময়ের মধ্যে উপজেলা বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও লক্ষ্মীপুর পৌর প্রশাসক জসীম উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা প্রমুখ।
উপজেলা গঠন নিয়ে গণশুনানিতে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় বাসিন্দারা মতামত প্রদান করেন। এ সময় তারা সদর উপজেলার পূর্বাঞ্চলের ৯টি ইউনিয়নের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব, শিক্ষা-স্বাস্থ্যসহ মৌলিক অধিকার, অবকাঠামো এবং অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরেন। এতে মধ্যবর্তী স্থানে উপজেলা পরিষদ নির্মাণের দাবি জানানো হয়। সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বটতলী এলাকা প্রাথমিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউএনও।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, শুনানিতে উপস্থাপিত মতামত সরকারকে জানানো হবে। আশা রাখি চন্দ্রগঞ্জ নামে খুব দ্রুত আরেকটি উপজেলা বাস্তবায়ন হবে।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন বশিকপুর, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চারশাহী, দিঘলী, মান্দারী ও কুশাখালী নিয়ে চন্দ্রগঞ্জ উপজেলা নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবনা প্রক্রিয়াধীন রয়েছে। প্রস্তাবিত উপজেলা গঠনের যৌক্তিকতা, জনস্বার্থ, প্রশাসনিক সুবিধা-অসুবিধা, অর্থনৈতিক সম্ভাবনা ও জনমতের ভিত্তিতে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতে গণশুনানির আয়োজন করে। তবে কুশাখালী ইউনিয়নবাসী সদর উপজেলার সঙ্গেই থাকার দাবিতে বুধবার (৯ জুলাই) ফরাশগঞ্জ ও শান্তিরহাট বাজারে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করেন। পরে তারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করেছেন বলে জানা গেছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে