শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৫:৫৯, ১১ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে ঘটে যাওয়া হামলা ও নির্যাতনের ঘটনার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। নজরুল ইসলাম হলে শিক্ষার্থী তামিমের ওপর নির্যাতন এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রলীগের হামলা এই দুই ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ীদের স্থায়ী বহিষ্কারের দাবি জানানো হয়েছে জোরালো কণ্ঠে।
উত্থাপিত ৯ দফা দাবিতে উঠে আসে ক্যাম্পাসে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন, ডিগ্রি শাখার জন্য আলাদা ও আধুনিক ক্যাম্পাস, সিসিটিভি ও লাইটিংয়ের মাধ্যমে নিরাপত্তা জোরদার এবং বহিরাগতদের দৌরাত্ম্য ঠেকাতে পুলিশ ফাঁড়ি স্থাপনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের কথা।
এ ছাড়া শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় বাস ও মাইক্রোবাস সার্ভিস, হল ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা নিরসন, আধুনিক ওয়াশরুম ও সুপেয় পানির ব্যবস্থা, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় আলাদা ফান্ড গঠন এবং কলেজের সব আয়-ব্যয় ওয়েবসাইটে প্রকাশ করে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়।
শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, এসব দাবি বাস্তবায়নে প্রশাসনের গড়িমসি এবার আর মেনে নেওয়া হবে না। সময়মতো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে সামনে অপেক্ষা করছে আরো কঠোর আন্দোলন। উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাসজুড়ে, অপেক্ষা শুধু পরবর্তী সিদ্ধান্তের।
ঢাকা এক্সপ্রেস/ইউকে