ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫

১৫ শ্রাবণ ১৪৩২, ০৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস
Scroll
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড
Scroll
রংপুরে গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
Scroll
রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
Scroll
রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার
Scroll
রাশিয়ায় আট দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামির সতর্কতা
Scroll
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য; কিছু শর্ত জুড়ে দিয়ে কিয়ার স্টারমারের ঘোষণা
Scroll
উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল নারী দল

শৈলকুপায় কৃষক সমাবেশে কর্মীদের মধ্যে গাছের চারা বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৬:০৯, ১১ জুলাই ২০২৫

শৈলকুপায় কৃষক সমাবেশে কর্মীদের মধ্যে গাছের চারা বিতরণ

ছবি: ঢাকা এক্সপ্রেস

ঝিনাইদহের শৈলকুপায় কৃষক সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে উপজেলা শহরের নতুন বাজারে দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা কৃষকদলের আহ্বায়ক আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা কৃষকদলের আহ্বায়ক ওসমান আলী। বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম জোয়ার্দ্দার, রাকিবুল হাসান খাঁন দিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক নুর আমিন বিশ্বাস, পৌর কৃষকদলের আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু খায়ের খান, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আল-আমিন মুন্সী বক্তব্য রাখেন। এ ছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ প্রজাতির গাছ বিতরণ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘কৃষকদল পরিশ্রমী, ত্যাগী ও সুশৃঙ্খল সংগঠন। শৈলকুপার কৃষকদলকে মডেল হিসেবে গড়ে তোলা হবে ।’ জনাকীর্ণ কৃষক সমাবেশে প্রধান বক্তা অতিশীঘ্রই ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি সম্পন্ন করার তাগিদ দিয়েছেন উপজেলা কৃষকদল নেতৃবৃন্দকে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন