ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫

১৫ শ্রাবণ ১৪৩২, ০৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস
Scroll
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড
Scroll
রংপুরে গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
Scroll
রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
Scroll
রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার
Scroll
রাশিয়ায় আট দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামির সতর্কতা
Scroll
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য; কিছু শর্ত জুড়ে দিয়ে কিয়ার স্টারমারের ঘোষণা
Scroll
উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল নারী দল

কাপ্তাইয়ে পানি বৃদ্ধি; উৎপাদন বেড়েছে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৭:০৬, ১১ জুলাই ২০২৫

কাপ্তাইয়ে পানি বৃদ্ধি; উৎপাদন বেড়েছে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের

ছবি: ঢাকা এক্সপ্রেস

প্রায় আট মাস পর রাঙামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে একসাথে চালু করা হয়েছে পাঁচটি ইউনিট। আর এই পাঁচ ইউনিট চালুর মাধ্যমে বর্তমানে এই কেন্দ্রে ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এর আগে চারটি ইউনিট চালু রেখে ১৭২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। এই কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, গত বুধবার (৯ জুলাই)  রাত আটটায় এই কেন্দ্রের পাঁচটি ইউনিটের সবগুলো ইউনিট  চালু করা হয়েছে। যা হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২১২ মেগাওয়াট। তিনি আরো জানান, পাঁচটি ইউনিটের মধ্যে ১ নম্বর ও ২নম্বর ইউনিট হতে প্রতিটি ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট এবং ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট হতে প্রতিটি ৪০ মেগাওয়াট করে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্র জানায়, বেশ কয়েকদিন ধরে রাঙামাটিসহ দেশের বিভিন্ন জায়গায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাচ্ছে। আর পানি বৃদ্ধির ফলে পানির ওপর নির্ভরশীল এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। তাঁরা আরো জানান, গত বুধবার (৯ জুলাই) রাত ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির লেভেল ছিল ৯৬.৪১ এমএসএল(মিনস সি লেভেল)। রুলকার্ভ অনুযায়ী এ সময় হ্রদে পানি থাকার কথা ৮৫.২৮(এমএসএল) মিনস সি লেভেল। কাপ্তাই হ্রদে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

প্রসঙ্গত, নভেম্বর মাস থেকে কাপ্তাই হ্রদে পানি স্তর কমতে থাকলে পাঁচটি ইউনিটের মধ্যে একটি একটি করে বন্ধ হতে থাকে। শুষ্ক মৌসুমে মাত্র একটি ইউনিট চালু রেখে সর্বনিম্ন ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। পরবর্তীতে বৃষ্টির ফলে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধির কারণে এক এক করে বর্তমানে পাঁচটি ইউনিটই চালু করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন