ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫

৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
বিমান বিধ্বস্তে প্রকৃত সংখ্যা নির্ণয় করে তালিকা প্রস্তুত করতে কমিটি গঠন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের
Scroll
নাটোরে মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
Scroll
শোকের সময় শান্ত ও সংহত থাকুন, জনগণের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
Scroll
শক্তিশালী পাসপোর্ট তালিকায় সিঙ্গাপুর শীর্ষে, বাংলাদেশ ৯৪তম
Scroll
এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একদিনে হবে: শিক্ষা উপদেষ্টা সি আর আবরার
Scroll
ব্রাহ্মণবাড়িয়ায় চিরনিদ্রায় শায়িত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাসুকা বেগম নিপু
Scroll
টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চান বাংলাদেশি ব্যাটার জাকের আলী
Scroll
হেভি মেটাল কিংবদন্তি ওজি ওসবার্ন আর নেই

বাংলাদেশে আসছেন বিশ্ববিখ্যাত ডিজে জাই উলফ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮:২৬, ২০ জুলাই ২০২৫

বাংলাদেশে আসছেন বিশ্ববিখ্যাত ডিজে জাই উলফ

হেডলাইনার হিসেবে পারফর্ম করতে আসছেন বিশ্ববিখ্যাত ডিজে জাই উলফ । ছবি: সংগৃহীত

আগামী বছরের ২৯-৩১ জানুয়ারি কক্সবাজারে অনুষ্ঠিতব্য বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালে হেডলাইনার হিসেবে পারফর্ম করতে আসছেন বিশ্ববিখ্যাত ইলেকট্রনিক মিউজিক প্রযোজক ও ডিজে জাই উলফ। জন্মসূত্রে বাংলাদেশি হলেও, সাজিব সাহা নামের এই শিল্পী বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে। সঙ্গীতপ্রেমীদের কাছে তিনি জাই উলফ নামে পরিচিত।

'ইন্ডিয়ান সামার', 'স্টারলাইট' এবং 'দিস সং রিমাইন্ডস মি অব ইউ'—এর মতো জনপ্রিয় ট্র্যাক তৈরি করে তিনি বিশ্বসংগীত জগতে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন। ইতিমধ্যে কোচেলা, লোলাপালুজা-এর মতো বিশ্বের নামকরা মিউজিক ফেস্টিভ্যালে অংশ নিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন জাই উলফ। তবে এবারই প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে পারফর্ম করতে যাচ্ছেন তিনি।

আয়োজকরা জানিয়েছেন, কক্সবাজার সমুদ্রসৈকতের মনোরম পরিবেশে অনুষ্ঠিতব্য এই বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালে হেডলাইনার হিসেবে জাই উলফের উপস্থিতি পুরো ইভেন্টকে নতুন মাত্রা দেবে। তার ইমোশনাল এবং মেলোডিক ইডিএম ট্র্যাকগুলো প্রাকৃতিক পরিবেশ ও অ্যাডভেঞ্চারাস অ্যাটমোস্ফিয়ারে ভিন্ন এক অভিজ্ঞতা তৈরি করবে বলে মনে করছেন আয়োজকেরা।

ফেস্টিভ্যালে জাই উলফের আগমন শুধু তার নিজের জন্য নয়, বরং বাংলাদেশের মিউজিক ফ্যানদের জন্যও এক বিশাল প্রাপ্তি। উৎসবের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে অনেক শ্রোতা মন্তব্য করেছেন—বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য এটি একটি বড় মাইলফলক। এখনো আন্তর্জাতিক মানের শিল্পীদের বাংলাদেশে আসা বেশ বিরল ঘটনা। জাই উলফের মতো একজন গ্লোবাল তারকার আগমন দেশের তরুণ শিল্পী এবং শ্রোতাদের জন্য হবে দারুণ অনুপ্রেরণাদায়ক।

অনেকে মনে করছেন, এই আয়োজন প্রমাণ করে বাংলাদেশও বিশ্বমানের মিউজিক ইভেন্ট আয়োজনের সক্ষমতা রাখে। কক্সবাজারের সৈকতে চমৎকার লাইটিং ও ভিজ্যুয়াল এফেক্টের সঙ্গে এই লাইভ শো হতে যাচ্ছে একেবারেই জাদুকরী অভিজ্ঞতা। এমনকি, উৎসবে জাই উলফের সঙ্গে বাংলাদেশি সাউন্ড বা লোকসংগীতের এক্সপেরিমেন্টও দেখা যেতে পারে বলে জানিয়েছেন আয়োজকরা।

ঢাকা এক্সপ্রেস/ এসএ

আরও পড়ুন