ঢাকা, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
প্রধান উপদেষ্টার সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ
Scroll
বিমান বিধ্বস্তে প্রকৃত সংখ্যা নির্ণয় করে তালিকা প্রস্তুত করতে কমিটি গঠন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের
Scroll
শোকের সময় শান্ত ও সংহত থাকুন, জনগণের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
Scroll
শক্তিশালী পাসপোর্ট তালিকায় সিঙ্গাপুর শীর্ষে, বাংলাদেশ ৯৪তম
Scroll
এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একদিনে হবে: শিক্ষা উপদেষ্টা সি আর আবরার
Scroll
ব্রাহ্মণবাড়িয়ায় চিরনিদ্রায় শায়িত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাসুকা বেগম নিপু
Scroll
টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চান বাংলাদেশি ব্যাটার জাকের আলী
Scroll
হেভি মেটাল কিংবদন্তি ওজি ওসবার্ন আর নেই

বিলি আইলিশকে নিয়ে কী নির্মাণ করছেন জেমস ক্যামেরন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:১৪, ২১ জুলাই ২০২৫

বিলি আইলিশকে নিয়ে কী নির্মাণ করছেন জেমস ক্যামেরন

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র দুনিয়ায় জেমস ক্যামেরন অভাবনীয় ব্যক্তিত্ব। সেই ক্যামেরন যখন এ প্রজন্মের সংগীত তারকা বিলি আইলিশের জন্য ক্যামেরা ধরেন, ব্যাপারটি বিশেষই বটে। শনিবার (১৯ জুলাই) এমনই চমকপ্রদ খবর সামনে এনেছেন আইলিশ।

ম্যানচেস্টারে তখন তাঁর কনসার্ট চলছিল। হাজারো মানুষের ভিড়ে উপস্থিত ছিলেন ক্যামেরন নিজেও। গানের ফাঁকে রহস্য বজায় রেখেই তথ্যটি প্রকাশ করেন গায়িকা।

আইলিশ বলেন, আপনারা হয়তো খেয়াল করেছেন, আজকের কনসার্টে স্বাভাবিকের চেয়ে বেশি ক্যামেরা এসেছে। কারণটা আপাতত না বলি। তবে এটুকু জানাতে চাই, আমি অত্যন্ত বিশেষ একটি প্রজেক্টে কাজ করছি, জেমস ক্যামেরনের সঙ্গে। কাজটা থ্রিডিতে হচ্ছে। ম্যানচেস্টারে আমার চারটি শো, এগুলোতে আপনারা যারা থাকছেন, তাদের সঙ্গে নিয়েই আমি ক্যামেরনের কাজটি করছি। ক্যামেরন নিজেও দর্শক সারিতে উপস্থিত আছেন।

মজার ছলে আইলিশ আরো বলেন, কিছু মনে করবেন না; সম্ভবত টানা চার দিন আমি এই পোশাকেই থাকব।

যদিও আইলিশ খোলাসা করেননি, ক্যামেরনের সঙ্গে ঠিক কী কাজ করছেন তিনি। তবে ধারণা করা হচ্ছে, এটি কোনো তথ্যচিত্র, কনসার্ট ফিল্ম কিংবা মিউজিক ভিডিও।

এর আগেও আইলিশের তথ্যচিত্র এসেছে। ২০২১ সালে তিনি প্রকাশ করেন ‘বিলি আইলিশ : দ্য ওয়ার্ল্ডস আ লিটল ব্লারি’।

এ ছাড়া ‘হ্যাপিয়ার দ্যান এভার : আ লাভ লেটার টু লস অ্যাঞ্জেলস’ নামে একটি কনসার্ট ফিল্মও করেছেন। আইলিশ বর্তমানে মিউজিক্যাল ট্যুরে আছেন। অন্যদিকে ক্যামেরনের ব্যস্ততা ‘অ্যাভাটার’ নিয়ে। বিখ্যাত এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পাবে ডিসেম্বরে।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন