শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:১৪, ২১ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
ম্যানচেস্টারে তখন তাঁর কনসার্ট চলছিল। হাজারো মানুষের ভিড়ে উপস্থিত ছিলেন ক্যামেরন নিজেও। গানের ফাঁকে রহস্য বজায় রেখেই তথ্যটি প্রকাশ করেন গায়িকা।
আইলিশ বলেন, আপনারা হয়তো খেয়াল করেছেন, আজকের কনসার্টে স্বাভাবিকের চেয়ে বেশি ক্যামেরা এসেছে। কারণটা আপাতত না বলি। তবে এটুকু জানাতে চাই, আমি অত্যন্ত বিশেষ একটি প্রজেক্টে কাজ করছি, জেমস ক্যামেরনের সঙ্গে। কাজটা থ্রিডিতে হচ্ছে। ম্যানচেস্টারে আমার চারটি শো, এগুলোতে আপনারা যারা থাকছেন, তাদের সঙ্গে নিয়েই আমি ক্যামেরনের কাজটি করছি। ক্যামেরন নিজেও দর্শক সারিতে উপস্থিত আছেন।
মজার ছলে আইলিশ আরো বলেন, কিছু মনে করবেন না; সম্ভবত টানা চার দিন আমি এই পোশাকেই থাকব।
যদিও আইলিশ খোলাসা করেননি, ক্যামেরনের সঙ্গে ঠিক কী কাজ করছেন তিনি। তবে ধারণা করা হচ্ছে, এটি কোনো তথ্যচিত্র, কনসার্ট ফিল্ম কিংবা মিউজিক ভিডিও।
এর আগেও আইলিশের তথ্যচিত্র এসেছে। ২০২১ সালে তিনি প্রকাশ করেন ‘বিলি আইলিশ : দ্য ওয়ার্ল্ডস আ লিটল ব্লারি’।
এ ছাড়া ‘হ্যাপিয়ার দ্যান এভার : আ লাভ লেটার টু লস অ্যাঞ্জেলস’ নামে একটি কনসার্ট ফিল্মও করেছেন। আইলিশ বর্তমানে মিউজিক্যাল ট্যুরে আছেন। অন্যদিকে ক্যামেরনের ব্যস্ততা ‘অ্যাভাটার’ নিয়ে। বিখ্যাত এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পাবে ডিসেম্বরে।
ঢাকা এক্সপ্রেস/আরইউ