শিরোনাম
যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৩:২৩, ২৩ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
যশোরের চৌগাছা উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ভুয়া ডাক্তার মো. জহির রায়হানকে (৩৭) নামে এক ভুয়া হোমিওপ্যাথি চিকিৎসককে ১ হাজার টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
চৌগাছা পৌরসভার কুঠিপাড়া মোড়ে ‘রায়হান হোমিও হল’ নামক চেম্বারে এ অভিযান পরিচালনা করা হয়। এনএসআই যশোরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ও আরএমও ইসরাত জাহান।
জানা যায়, ভুয়া চিকিৎসক শার্শা উপজেলার সম্বন্ধকাঠি গ্রামের আব্দুল খালেক গাজীর ছেলে জহির রায়হান, নামমাত্র প্যারামেডিকেল কোর্সের সনদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে চেম্বার পরিচালনা করে আসছিলেন। শুধু চৌগাছায় নয়, ঝিকরগাছার গদখালী, কাগজপুর, কাজিরহাট ও বালুন্ডা বাজারসহ বিভিন্ন এলাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন নামে চেম্বার চালু ছিল তার।
বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স, ১৯৮৩ এর ৩৯ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করা হয়।
ঢাকা এক্সপ্রেস/ইউকে