শিরোনাম
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ১৮:০৯, ২৩ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
তিনি ১৯৯০ সালে দ্বিতীয়মেয়াদে বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আর্থ-সামাজিক উন্নয়নে তার বিস্তর অবদান রয়েছে। তিনি বারহাট্টা পাবলিক লাইব্রেরি ও শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠণের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যূতে নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক, সদস্য-সচিব ড. রফিকুল ইসলাম হিলালি, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মুস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশীক আহমদ কমল, বারহাট্টা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ফেরদৌস আহমদ বাবুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তির পক্ষ হতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় বারহাট্টা সি. কে. পি. সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
ঢাকা এক্সপ্রেস/ইউকে