ঢাকা, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
প্রধান উপদেষ্টার সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ
Scroll
বিমান বিধ্বস্তে প্রকৃত সংখ্যা নির্ণয় করে তালিকা প্রস্তুত করতে কমিটি গঠন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের
Scroll
শোকের সময় শান্ত ও সংহত থাকুন, জনগণের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
Scroll
শক্তিশালী পাসপোর্ট তালিকায় সিঙ্গাপুর শীর্ষে, বাংলাদেশ ৯৪তম
Scroll
এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একদিনে হবে: শিক্ষা উপদেষ্টা সি আর আবরার
Scroll
ব্রাহ্মণবাড়িয়ায় চিরনিদ্রায় শায়িত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাসুকা বেগম নিপু
Scroll
টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চান বাংলাদেশি ব্যাটার জাকের আলী
Scroll
হেভি মেটাল কিংবদন্তি ওজি ওসবার্ন আর নেই

আজ কুমিল্লায় এনসিপির পদযাত্রা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৩:১৫, ২৩ জুলাই ২০২৫ | আপডেট: ১৬:২৬, ২৩ জুলাই ২০২৫

আজ কুমিল্লায় এনসিপির পদযাত্রা

ছবি: ঢাকা এক্সপ্রেস

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ বুধবার (২৩ জুলাই) কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহুল আলোচিত পদযাত্রা কর্মসূচি। সকাল থেকেই চাঁদপুর-কুমিল্লা সড়কজুড়ে শুরু হবে দলের কর্মী-সমর্থকদের দীর্ঘ পদচারণা, যার কেন্দ্রবিন্দু হবে কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক।

মঙ্গলবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ জানান, শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতেই এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক হয়ে পদযাত্রাটি কুমিল্লায় প্রবেশ করবে। এরপর শহীদ মাসুমের কবর জিয়ারত করে টমছমব্রিজ এলাকায় গাড়ি থেকে নামার মধ্য দিয়ে শুরু হবে মূল পদযাত্রা। এরপর একে একে অতিক্রম করা হবে পূবালী চত্বর, ঝাউতলা, পুলিশ লাইন্স, জেলা পরিষদ/সিটি কর্পোরেশন রোড, ফৌজদারি রোড, প্রেসক্লাব, শিল্পকলা মোড়, মোগলটুলি, রাজগঞ্জ, মনোহরপুর ও লিবার্টি চত্বর। পদযাত্রার গন্তব্য হবে ঐতিহাসিক টাউন হল প্রাঙ্গণ, যেখানে অনুষ্ঠিত হবে একটি বর্ণাঢ্য জনসভা।

টাউন হলের সভা শেষে অংশগ্রহণকারীরা আবারও যাত্রা শুরু করবেন শাসন গাছা, আলেখারচর হয়ে ক্যান্টনমেন্টের পাশ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে। এনসিপি নেতারা বলছেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে এই পথচলা অব্যাহত থাকবে।

আজকের পদযাত্রায় নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।

এনসিপির এই পদযাত্রা ঘিরে কুমিল্লা নগরীতে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জনসাধারণের মাঝে আগ্রহ যেমন বাড়ছে, তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতিও জোরদার করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন