শিরোনাম
বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ২০:৪২, ১৫ মার্চ ২০২৫ | আপডেট: ২০:৫৮, ১৫ মার্চ ২০২৫
ধর্ষকের কঠোর শাস্তি চাওয়া থেকে বাদ যায়নি শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখরা। কথা বললেন অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত শানু স্বাগতা। এ অভিনেত্রী জীবনের বাস্তবতার কথা জানিয়েছেন। তার ভাষ্যমতে-পরিচিত এমন অনেক মানুষই ধর্ষকের বিচার চাইছেন, যারা নিজেরাই কাজের বিনিময়ে বিছানায় চেয়ে প্রস্তাব দিয়েছিল স্বাগতাকে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আমার নিউজফিডে প্রচুর পুরুষকে দেখছি ধর্ষকের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এর মধ্যে অনেকেই আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত জুড়ে দিয়েছে। রাজি হইনি বলে চিরতরে কাজের সুযোগও বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, তারাও কি ধর্ষক নয়?’
স্বাগতার এই স্ট্যাটাসে সোহান খান নামের একজন মন্তব্য করে লিখেছেন, ‘তারা তোমার অনুমতি চেয়েছে, জোর-জবরদস্তি করেনি তোমার ইচ্ছার বিরুদ্ধে। তোমার যেমন “না” বলার স্বাধীনতা আছে, তাদেরও তেমন কাজে “না” নেবার স্বাধীনতা আছে।’
এর জবাবে অভিনেত্রী জানিয়েছেন, ‘এটা তো সিন্ডিকেট করে কাজ বন্ধ করা। যেন আমি বাধ্য হই ইয়েস বলতে। টেকনিক্যালি ধর্ষণ, যদি কাজ করতেই হয় তাহলে রাজি হতেই হবে।’
তবে কারা কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দিয়েছেন, তা ফাঁস করেননি এই অভিনেত্রী।