শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৪৫, ১৬ মার্চ ২০২৫
সাম্প্রতিক বছরে সিনেমায় বেশ ব্যস্ততা বেড়েছে শহীদুজ্জামান সেলিমের। এবছর ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত তিনটি সিনেমা। এর আগে ২০২৩ সালে প্রথমবার এক ঈদে তার ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’ ও ‘লাল শাড়ি’ শিরোনামে তিনটি সিনেমা মুক্তি পায়।
এবারও রোজার ঈদে মুক্তির তালিকায় রয়েছে হাফ ডজনেরও বেশি সিনেমার নাম। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে শাকিব খান আর ইধিকা পালের ‘বরবাদ’, সিয়াম আহমেদের ‘জংলি’ ও আফরান নিশোর ‘দাগি’।
মজার ব্যাপার হল এই তিন সিনেমাতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। সিনেমা তিনটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। তবে এক ঈদে একাধিক সিনেমা মুক্তি পাওয়ায় চাপের মধ্যে আছেন বলেও জানিয়েছেন সেলিম ।
মেহেদি হাসান হৃদয় পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘বরবাদের’ সিনেমায় আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন সেলিম। তিনি আরো আছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমায়, এটি পরিচালনা করেছেন এম রাহিম। এখানে শহীদুজ্জামান সেলিমের চরিত্রটি সিনেমার টার্নিং পয়েন্ট বলে জানিয়েছেন পরিচালক।
এদিকে ঈদের এই তিন সিনেমা নিয়ে শহীদুজ্জামান সেলিম জানান, ‘তিনটিই ভালো গল্পের সিনেমা। বরবাদের গল্প একেবারে পরিচিত। দেখার পর দর্শক বলবে, এটা নিয়ে আরও আগে সিনেমা বানানো দরকার ছিল। এত দিন হয়তো কেউ সাহস পায়নি।’
অন্যদিকে প্রেমের কাহিনী নিয়ে তৈরি হয়েছে দাগি সিনেমাটি। এর মধ্যে নানা ঘাত-প্রতিঘাত সবকিছুই আছে।
তবে জংলির গল্পটি বেশ ভিন্ন। এই গল্পটি খুব মানবিক। সবদিক দিয়ে বিবেচনা করলে তিনটি সিনেমার প্রধান হলো গল্প। এতে যাঁরা অভিনয় করেছেন তাঁরাও স্বনামধন্য। তাঁরা সবাই অনেক পরিশ্রম করেছেন।’
একসঙ্গে তিনটি সিনেমা মুক্তি পাওয়া নিয়ে সেলিম বলেন, ‘যেহেতু তিনটি সিনেমা মুক্তি পাচ্ছে, তাই এবার নিজের সঙ্গে নিজের একটা যুদ্ধ আছে। দুটি সিনেমাতে উকিলের চরিত্রে দেখা যাবে আমাকে। দুই উকিলকে কতটুকু আলাদা করতে পারব, এ চ্যালেঞ্জটা ছিল।’
শহীদুজ্জামান সেলিম বলেন তিনি বলেন, ‘চরিত্র ধারণের চ্যালেঞ্জ নিলেও এ জন্য সময়টা খুব একটা পাওয়া যায় না। অন্যান্য ইন্ডাস্ট্রিতে একটা সিনেমার জন্য একজন অভিনেতাকে কমপক্ষে তিন থেকে ছয় মাস সময় দেয়া হয় অনুশীলনের জন্য। তবে আমাকে অতি অল্প সময়ের মধ্যে নিজেকে গঠন করতে হয়, অভিনয় করতে হয়। আবার শূন্যে মিলিয়ে গিয়ে আরেকটা চরিত্র গঠন করতে হয়। এটা আমার জন্য অনেকএকটা বড় চ্যালেঞ্জ।’