শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৪৮, ১৯ মার্চ ২০২৫
গতকাল মঙ্গলবার রাতে কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে পুরস্কার ঘোষণা করেছে ফিল্মফেয়ার কর্তৃপক্ষ। এদিন রাতে সেরা সিনেমা, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রীসহ মোট ২৫ বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।
আসরে যুগ্মভাবে সেরা সিনেমার (সমালোচক) পুরস্কার পেয়েছে ‘চালচিত্র এখন’ ও ‘মানিকবাবুর মেঘ’। ‘বাবলি’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। সেরা অভিনেতার বিভাগে (সমালোচক) যুগ্মভাবে পুরস্কার পেয়েছেন অঞ্জন দত্ত (চালচিত্র এখন) ও অভিনন্দন ব্যানার্জি (মানিকবাবুর মেঘ)।
সেরা অভিনেত্রী বিভাগে (সমালোচক) পুরস্কার পেয়েছেন মমতা শংকর (বিজয়ার পরে)।
এবারের আসরে ঢাকার শিল্পীদের মধ্যে জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী মনোনয়ন পেয়েছিলেন। তবে পুরস্কার পাননি।