ঢাকা, শুক্রবার, ০৯ মে ২০২৫

২৫ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

নতুন প্রেমে মশগুল আমির, বাবা-মেয়ের আবেগঘন ভিডিও নেটদুনিয়ায় 

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪:২৯, ২০ মার্চ ২০২৫ | আপডেট: ১৪:৩৫, ২০ মার্চ ২০২৫

নতুন প্রেমে মশগুল আমির, বাবা-মেয়ের আবেগঘন ভিডিও নেটদুনিয়ায় 

বলিউড সুপারস্টার আমির খান ৬০ বছর বয়সে নতুন প্রেমে পড়েছেন। সে প্রেমের খবর নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। এদিকে প্রেমের খবর জানাজানি হওয়ার পর প্রেমিকা গৌরী স্প্রাটের সঙ্গে প্রথমবার প্রকাশ্যে এলেন আমির খান। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৮ মার্চ) মুম্বইয়ে এক্সেল এন্টারটেইনমেন্টের অফিসের ঠিক বাইরে আমির ও গৌরীকে দেখতে পান ফটোগ্রাফাররা। গৌরী যখন অফিস থেকে বের হচ্ছিলেন, তখন বাইরে অপেক্ষা করছিলেন আমির।

ব্যক্তিগত জীবনে এর আগে আমির খান প্রথমে রিনা দত্ত ও পরে কিরণ রাওকে বিয়ে করেছিলেন। এই দুজনের সঙ্গেই তার আইনত ডিভোর্স হয়ে গিয়েছে। 

সম্প্রতি প্রাক্তন দুই স্ত্রীসহ পরিবারের সবার সঙ্গে নতুন প্রেমিকার পরিচয়ও করিয়ে দিয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এই তারকা। এরই মধ্যে মেয়ে ইরা খানের সঙ্গে তার একটি আবেগঘন ছবি ও ভিডিওকে ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।

ভিডিওতে দেখা যায়, আমির খানের পালি হিলসের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছেন মেয়ে ইরা। এমন মুহূর্তে বাবাকে জড়িয়ে বেশ কিছুক্ষণ কথা বললেন দুজন। একপর্যায়ে চোখের পানি ধরে রাখতে পারেননি ইরা। অশ্রুসিক্ত চোখে গাড়িতে উঠে চলে গেলেন। 

বাবা-মায়ের বিচ্ছেদের জন্য যে কৈশোরে মানসিক অবসাদে ভুগতেন ইরা, সে কথা নিজেই জানিয়েছিলেন এই তরুনী। এই দৃশ্য দেখে এখন অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি ষাট বছর বয়সী বাবার প্রেম মেনে নিতে পারছেন না আমির কন্যা!

আবার পাপারাজ্জিদের সমালোচনা করে নেটিজেনদের কেউ লিখছেন, ‘আরে ওদের একটু একা ছেড়ে দিন।’ কেউ বলছেন, ‘ব্যক্তিগত কোনো সমস্যার জেরেই হয়তো ইরা কাঁদছেন। কেন ভিডিও করেন এসব?’

এর আগে মার্চের ১৩ তারিখ মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ডে পাপারাজ্জিদের সঙ্গে জন্মদিন পালন করেছিলেন আমির খান। সেখানেই ফটোসাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসার কথা শুনে খানিকটা হকচকিয়ে গিয়েছিলেন অভিনেতা।

আমির খানের নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলের মালিক। ৬ বছরের একজন সন্তানের মা তিনি।

আরও পড়ুন