শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৩৪, ২৮ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় বেশির ভাগ ইউরোপীয় পণ্যের ওপর ১৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়েছে; যা পূর্বঘোষিত শুল্ক হারের তুলনায় অর্ধেক। আগে ইইউ’র ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র।
রবিবার (২৭ জুলাই) এ চুক্তির মধ্য দিয়ে দুই মিত্র পক্ষের মধ্যে বড় ধরনের বাণিজ্য যুদ্ধ এড়ানো গেছে বলে মনে করা হচ্ছে। পুরো বিশ্বে যে বাণিজ্য হয়, তার প্রায় এক-তৃতীয়াংশ এই দেশ ও জোটের মধ্যে হয়ে থাকে।
রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন এক ঘণ্টা ধরে বৈঠক করেন। এর পর স্কটল্যান্ডের পশ্চিমে ট্রাম্পের বিলাসবহুল গলফ কোর্সে এই চুক্তির ঘোষণা দেন।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি মনে করি, এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি।
ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনার প্রশংসা করেন। এই পরিকল্পনার আওতায় তারা যুক্তরাষ্ট্রে প্রায় ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কেনার পরিমাণ অনেক বেশি বাড়াবে।
ট্রাম্প বলেন, এই চুক্তি গত সপ্তাহে জাপানের সঙ্গে সই হওয়া ৫৫ হাজার কোটি ডলারের চুক্তিকেও ছাড়িয়ে গেছে। তার আশা, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের প্রতি যে অন্যায্য আচরণ করা হয়েছে-এই চুক্তির মধ্য দিয়ে তার অবসান ঘটবে।
ভন ডার লেন বলেন, বিশ্বের দুই বড় অর্থনীতির মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে, আর এটি অনেক বড় ব্যাপার। এটি স্থিতিশীলতা আনবে।
ঢাকা এক্সপ্রেস/আরইউ