শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:৩৯, ৩০ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
বুধবার (৩০ জুলাই) ভোর রাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১৯ দশমিক তিন কিলোমিটার গভীরতায় আঘাত হানে। খবার রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি উপকূলের কাছে আট দশমিক আট মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।
ইউএসজিএস শুরুতে বলেছিল, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল আট। পরে তা সংশোধন করে আট দশমিক সাত করা হয়। তারা আবার সংশোধন করে আট দশমিক আট করে।
সংস্থাটি বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার বা প্রায় ৮৫ মাইল পূর্বে, প্রশান্ত মহাসাগরের তলদেশে।
জাপানের আবহাওয়া সংস্থা পূর্ব উপকূলজুড়ে সুনামি পরামর্শ জারি করেছে, যেখানে তিন মিটার (প্রায় ১০ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া তাইওয়ান, হাওয়াই এবং আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জের জন্যও সুনামি সতর্কতা দেওয়া হয়েছে। মার্কিন পশ্চিম উপকূলের বহু অংশেও সতর্কতা জারি রয়েছে।
রাশিয়ার কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম মেসেজিং অ্যাপের পোস্ট করা একটি ভিডিওতে জানিয়েছে, আজকের ভূমিকম্প ভয়াবহ এবং কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী।
তিনি আরো বলেন, প্রাথমিক তথ্য অনুসারে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও, একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সখালিনের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো টেলিগ্রামে বলেন, ভূমিকম্পের পরে সুনামির হুমকির কারণে উপদ্বীপের দক্ষিণে ছোট ছোট শহরের বাসিন্দারে নিরাপদে সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হাওয়াই কাউন্টির সিভিল ডিফেন্স এজেন্সি এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে বিধ্বংসী সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে।
এদিকে জাপানের ফুকুশিমার দাই-ইচি এবং ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ায় ভূমিকম্প আঘাত হানার পর দেশটির পাশাপাশি জাপানেও সুনামি সর্তকতা জারি করা হয়েছে। জাপানের সংবাদমাধ্যম এরই মধ্যে উত্তরাঞ্চলের হোক্কাইডো উপকূলে সুনামি আঘাত হানার খবর দিয়েছে। এ পরিস্থিতিতে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের সরিয়ে নেওয়া হলো।
২০১১ সালের মার্চে জাপানে নয় মাত্রার ভূমিকম্প ও এর জেরে সৃষ্ট সুনামির আঘাতে ফুকুশিমা দাই-ইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটিকে অন্যতম বড় পারমাণবিক বিপর্যয় হিসেবে দেখা হয়।
বিবৃতিতে টেপকো আরো জানায়, ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘অস্বাভাবিক’ কিছু ঘটেনি। কেউ হতাহত হননি। তবে সুনামি সতর্কতা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে, গত ২০ জুলাই রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সাত দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
ইউএসজিএস জানিয়েছিল, রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৩২ মিনিটের মধ্যে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারের আওতায় এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ, যার ফলে সুনামির আশঙ্কা বরাবরই বেশি থাকে। সংশ্লিষ্ট দেশগুলো তাদের উপকূলীয় এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক অবস্থায় থাকতে বলেছে।
ঢাকা এক্সপ্রেস/আরইউ