ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

জানা গেল পোপ ফ্রান্সিসের মৃত্যুর কারণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৫৬, ২২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১০:৫৭, ২২ এপ্রিল ২০২৫

জানা গেল পোপ ফ্রান্সিসের মৃত্যুর কারণ

ছবি: ফক্স নিউজ

বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, মৃত্যুর আগে পোপ কোমায় চলে গিয়েছিলেন। মৃত্যুসনদে তাঁর মৃত্যু কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণ (সেরিব্রাল স্ট্রোক) এবং পরবর্তী সময়ে হৃদযন্ত্রের অকার্যকারিতা। ভ্যাটিকানের চিকিৎসক আন্দ্রেয়া আর্কাঞ্জেলি স্বাক্ষরিত ওই মৃত্যুসনদে আরও বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, টাইপ-২ ডায়াবেটিস এবং ব্রঙ্কিয়েকটাসিসে (ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগ) আক্রান্ত ছিলেন—যা আগে প্রকাশ করা হয়নি। 

মৃত্যুর আগের দিনই তিনি তার জীবনের শেষ প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেন। ইস্টার উপলক্ষে খোলা পোপমোবাইল গাড়িতে সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হয়ে হাজারো ধর্মপ্রাণ অনুসারীর সামনে বার্তা প্রদান করেন।

দীর্ঘ ১২ বছর ধর্মীয় নেতৃত্বে থাকা পোপ ফ্রান্সিস সাম্প্রতিক বছরগুলোতে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ ফেব্রুয়ারি ও মার্চে তিনি ডাবল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রোমের জেমেলি ইউনিভার্সিটি হাসপাতালে টানা ৩৮ দিন চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর ভ্যাটিকান থেকে প্রকাশ করা হয় পোপের আধ্যাত্মিক উইল। সেখানে তিনি রোমের সেন্ট মেরি মেজর গির্জায় সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন, যেখানে অতীতে বহু পোপ সমাহিত না হলেও তিনি ব্যক্তিগতভাবে সে স্থানকে বেছে নিয়েছেন।

ঢাকা এক্সপ্রেস/এসএআর 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন