ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলা, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০:৫৩, ২২ এপ্রিল ২০২৫

কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলা, নিহত ২৭

ভারত শাসিত জম্মু-কাশ্মীরে সেনাবাহিনী কিংবা নিরাপত্তারক্ষী নয়, বরং পর্যটকদের ওপর জঙ্গি হামলা হয়েছে। পর্যটকদের একটি দলের ওপর আচমকা গুলি চালায় বন্দুকধারীরা। এতে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান এলাকায় ঘটে এ ঘটনা। 

সশস্ত্র সন্ত্রাসীরা পর্যটকদের জনে জনে নাম জিজ্ঞাসা করে গুলি করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে পহেলগাঁও গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

হামলার ঘটনার পরই সেনা এবং পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। জঙ্গিদের খোঁজে এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং কেন্দ্রশাসিত অঞ্চলটির লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং ঘটনার তীব্র নিন্দা করেছেন। সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী বলেছেন, ‘দোষীরা কেউ রেহাই পাবে না।’

এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি। তবে হামলার ধরন দেখে অনেকে মনে করছেন লশকর-ই-ত্যায়বা বা তার ‘ছায়া সংগঠন’ ‘তেহরিক লাবাইক ইয়া মুসলিম (টিএলএম) এই হত্যালীলা চালাতে পারে। গত বছর জুন মাসে লোকসভা ভোটের পরেই রিয়াসি জেলার শিবখোদা মন্দির থেকে কাটরাগামী পুণ্যার্থীদের বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই হামলায় ১০ জন নিহত হয়েছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন