শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:১০, ৮ মে ২০২৫ | আপডেট: ১২:৫৮, ৮ মে ২০২৫
ছবি: সংগৃহীত
বুধবার (৭ মে) এই অভিযোগ করেছেন পেজের প্রতিষ্ঠাতা ও সম্পাদক আমির আল-খাতাহতবেহ। তিনি বলেন, ‘ভারত থেকে আমাদের শত শত অনুসারী মেসেজ, ইমেইল এবং মন্তব্য পাঠিয়েছেন যে তারা অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন না। মেটা ভারতের আইনি অনুরোধে পেজটি ব্লক করেছে। এটি সেন্সরশিপ ছাড়া আর কিছুই নয়।’
ভারত থেকে কেউ ইনস্টাগ্রামে @Muslim হ্যান্ডেলটি অ্যাক্সেস করতে গেলে একটি বার্তা দেখতে পাচ্ছেন: ‘ভারতে এই অ্যাকাউন্টটি পাওয়া যাচ্ছে না। এটি একটি আইনি অনুরোধের ভিত্তিতে সীমিত করা হয়েছে।’
এ বিষয়ে মেটা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র এএফপিকে তাদের সেকনটেন্ট নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতিমালা উল্লেখ করে বলেন, কোনো দেশের সরকার যদি মনে করে কোনো কনটেন্ট স্থানীয় আইনের পরিপন্থী, তবে সে ক্ষেত্রে প্ল্যাটফর্মে সেই কনটেন্ট সীমিত করার বিধান রয়েছে।
এদিকে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানি অভিনেতা ও ক্রিকেটারদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও একই ধরনের সীমাবদ্ধতা আরোপ করেছে ভারত।
ঢাকা এক্সপ্রেস/এসএআর