ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ০১ জ্বিলহজ্জ ১৪৪৬

৩১ বার এভারেস্ট চূড়ায়

শেরপা কামি রিতা নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙলেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬:১৯, ২৭ মে ২০২৫

শেরপা কামি রিতা নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙলেন

শেরপা কামি রিতা। ছবি: সংগৃহীত

নেপালের শেরপা কামি রিতা নিজের গড়া রেকর্ড নিজেই ভেঙে ৩১তম বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট চূড়ায় আরোহন করেছেন। মঙ্গলবার (২৭ মে) ভারতীয় সেনা কর্মকর্তাদের একটি দলকে নিয়ে স্থানীয় সময় ভোর চারটায় তিনি এভারেস্টে আরোহন করেন।

অভিযানের আয়োজক প্রতিষ্ঠান সেভেন সামিট ট্রেকস এক বিবৃতিতে জানিয়েছে, ‘শেরপা কামি রিতার জন্য কোনো ভূমিকার প্রয়োজন নেই। তিনি শুধু আমাদের জাতীয় বীর নন, তিনি এভারেস্টের বৈশ্বিক প্রতীক।’

বাণিজ্যিকভাবে গাইড হিসেবে কামি রিতা প্রথম এভারেস্টে উঠেছিলেন ১৯৯৪ সালে এবং এরপর থেকে প্রায় প্রতি বছরই তিনি এভারেস্ট অভিযানে গিয়েছেন। এর মধ্যে কোনো কোনো বছর তিনি একই মৌসুমে দুবার সামিট করেছেন। এভারেস্ট আরোহনের ক্ষেত্রে তার পরেই আছেন ২৯ বার সামিট করা আরেক নেপালি শেরপা পাসাং দাওয়া।

সূত্র: বিবিসি

ঢাকা এক্সপ্রেস/ এসইউ

আরও পড়ুন