শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৬, ২৯ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত
সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। ফিরতি যাত্রীদের অনেকেই অভিযোগ করেন, বৈধ কাগজপত্র থাকার পরও সৌদি কর্তৃপক্ষ তাদের গ্রেফতার করে জোরপূর্বক ফেরত পাঠিয়েছে।
ফিরে আসা এসব প্রবাসীরা জানান, দীর্ঘদিন সৌদি আরবে বৈধভাবে কাজ করার পরও তারা এমন আচরণের শিকার হয়েছেন, যা তাদের মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে। তাদের দাবি, ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেওয়ার পর থেকে সৌদি সরকার বাংলাদেশি শ্রমিকদের প্রতি কঠোর মনোভাব গ্রহণ করেছে।
তাদের ভাষ্য অনুযায়ী, ১২ এপ্রিলের পর থেকে বিশেষ করে সেই কর্মসূচির সময় সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি ছবি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশি নাগরিকদের টার্গেট করে আটকের পরিমাণ বাড়ে। অনেকেই কোনো কারণ না দেখিয়ে হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে ফেরত পাঠানো হয়।
ফিরে আসা প্রবাসীদের অনেকেই নিজ দেশে ফেরা নিয়ে চরম অনিশ্চয়তা, আর্থিক ক্ষতি ও ভবিষ্যৎ জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ঢাকা এক্সপ্রেস/ বিডি