ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

১৬ বৈশাখ ১৪৩২, ০১ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
জুনেই ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন আনচেলত্তি
Scroll
কানাডায় নির্বাচনে ট্রাম্পবিরোধী মার্ক কার্নির দলের জয়
Scroll
বুয়েটের নতুন রিকশার অনুমোদন দেবে সরকার, ‘মাস্টার ট্রেইনার’ হবেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা
Scroll
গুলশানে পুতুলের ফ্ল্যাট ক্রোকের নির্দেশ
Scroll
‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘ বা কারও সঙ্গে আলোচনা করেনি সরকার: প্রেস সচিব
Scroll
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ: মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে লিগ ট্রফি নিজের ঘরেই রাখলো আবাহনী
Scroll
ফেডারেশন কাপ ফুটবল ফাইনাল: টাইব্রেকার ৫-৩ গোলে আবাহনীকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বসুন্ধরা কিংস
Scroll
বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ
Scroll
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি: শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
Scroll
চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
Scroll
চট্টগ্রাম টেস্ট:বাংলাদেশ ১ম ইনিংস: ৭৭ ওভারে ২৭৪/৬
Scroll
নুসরাত ফারিয়া-অপু-নিপুণসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা
Scroll
চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু, উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা‎
Scroll
পাকিস্তানে ইমরান খানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠক আয়োজনের দাবি
Scroll
৩৬ এলজিইডি অফিসে একযোগে দুদকের অভিযান
Scroll
হজ ফ্লাইট শুরু, মধ্যরাতে ঢাকা ছাড়লেন ৩৯৮ যাত্রী

হজ ফ্লাইট শুরু, মধ্যরাতে ৩৯৮ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল প্রথম ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৪৪, ২৯ এপ্রিল ২০২৫

হজ ফ্লাইট শুরু, মধ্যরাতে ৩৯৮ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল প্রথম ফ্লাইট

ছবিঃ সংগৃহীত

চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেয় প্রথম হজ ফ্লাইট। সৌদি আরবের জাতীয় এয়ারলাইন ‘সাউদিয়া’র ফ্লাইট এসভি-৩৮০৩ তে মোট ৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে অংশ নেবেন।

প্রাক-হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত। এবার হজযাত্রী পরিবহনের জন্য তিনটি এয়ারলাইন্স মোট ২৩২টি ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে বাংলাদেশ বিমান ১১৮টি ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন যাত্রী পরিবহন করবে।

আজ প্রথম দিনে মোট ৪ হাজার ১৮০ জন হজযাত্রী ১০টি ভিন্ন ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করছেন। এর মধ্যে আটটি ফ্লাইট জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

হজযাত্রীদের সুবিধার্থে এবারও ‘রোড টু মক্কা’ প্রকল্পের আওতায় ঢাকাতেই সৌদি ইমিগ্রেশন সম্পন্ন হচ্ছে। এ লক্ষ্যে সৌদি ইমিগ্রেশনের ৭৫ সদস্যের একটি প্রতিনিধি দল শাহজালাল বিমানবন্দরে অবস্থান করছে। তবে চট্টগ্রাম ও সিলেট থেকে যাত্রা করা হজযাত্রীদের সৌদি ইমিগ্রেশন সম্পন্ন হবে সে দেশের বিমানবন্দরেই। ফিরতি যাত্রায়ও সব যাত্রীর ইমিগ্রেশন সৌদি আরবে হবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে ‘হজ ফ্লাইট ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি হজযাত্রীদের সৌদি আরবের আইনকানুন মেনে চলা এবং দেশের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি যেন বাংলাদেশের হজযাত্রীরা যৌক্তিক খরচে সম্মানের সঙ্গে হজ পালন করতে পারেন।’

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে।

হজযাত্রীদের সুবিধার্থে এ বছর চালু করা হয়েছে একটি মোবাইল অ্যাপ, যাতে যাত্রা সম্পর্কিত তথ্য, যোগাযোগ সুবিধা ও জরুরি সহায়তা রয়েছে। পাশাপাশি হজযাত্রীদের প্রিপেইড কার্ড ও মোবাইল রোমিং সুবিধাও নিশ্চিত করা হয়েছে।
 

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন