ঢাকা, শুক্রবার, ০৯ মে ২০২৫

২৫ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

ভারত-পাকিস্তান উত্তেজনা

স্যোসাল মিডিয়া ভুয়া ভিডিওতে সয়লাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:২৭, ৭ মে ২০২৫ | আপডেট: ১৬:৩৯, ৭ মে ২০২৫

স্যোসাল মিডিয়া ভুয়া ভিডিওতে সয়লাব

ভারত-পাকিস্তানের যুদ্ধ বলে স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও গেইমের অংশ বিশেষ।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মাঝে উত্তেজনা চলছিলো দীর্ঘদিন ধরে। এরই মাঝে বুধবার (৭ মে) ভোররাতে পাকিস্তানের কয়েকটি জায়গায় হামলা করে ভারত।

এই হামলার পর থেকে স্যোসাল মিডিয়ায় নানান আলোচনা ও সমালোচনায় জড়িয়েছেন নেটিজেনরা। তারেই মাঝে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে বিভিন্ন যুদ্ধের ভিডিও। তবে দেখা যাচ্ছে প্রায় ভিডিও গেমস এর ধারণকৃত ভিডিও শেয়ার করা হচ্ছে।

এ সকল ভিডিওতে দেখা যাচ্ছে গুলিতে লক্ষবস্তু নির্ধারণ করে ধ্বংস করা হচ্ছে যুদ্ধ বিমান। এ সকল ভিডিও শেয়ার করে অনেকে বলছেন ‘ভারতের যুদ্ধ বিমান ধ্বংস করে দিচ্ছে পাকিস্তান’।

এসব পোস্টের কমেন্ট সেকশনে অনেকেই নানান মন্তব্য জুড়ে দিচ্ছেন। কেউ প্রশংসা করছেন,  কেউ সমালোচনা করছেন আবার কাউকে উচ্ছ্বাসিত হতে দেখা গিয়েছে।

তেমনই একজন কবির মাহমুদ। তার ফেসবুক পেইজে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে অজস্র গুলি চালিয়ে একটি যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে। তার কমেন্ট সেকশনে মোশারফ হোসেন নামে একজন লিখেছেন ‘রাতের বেলায় আকাশ এত ক্লিয়ার কিভাবে থাকে।’ ফরিদুল আহসান লিখেছেন ‘গ্রামের পুলাপাইন, এটা ভিডিও গেইম’। 

ঠিক তেমনি মোহাম্মদ তোহীদ আহম্মেদ নামের আরেকজন ফেসবুক পেইজ থেকে একই রকমের ভিডিও গেইম শেয়ার করে তিনি লিখেছেন ‘শেষ পর্যন্ত ভারত পাকিস্তান যুদ্ধ লেগেই গেলো। খুবই দুঃখের ব্যাপার! যুদ্ধ শুরু হয়ে গেছে’।

তার কমেন্ট সেকশনে রিপন নামের একজন লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’। রাফি নামের আরেকজন লিখেছেন ‘এটা ফেইক ভিডিও’।

এভাবেই নেট দুনিয়ায় চলছে নানান ভুয়া ভিডিওর ছড়াছড়ি ও নেটিজেনদের আলোচনা- সমালোচনা।

ফ্যাক্ট চেক করে জানা গেছে, এসব ভিডিওর প্রায় সবই নানান ভিডিও গেমের অংশবিশেষ। ভিডিও গেমে যুদ্ধ বিমান গুলি করে নামানোর দৃশ্য ভারত-পাকিস্তান যুদ্ধের বলে প্রচার করছেন অনেকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কিংবা হামাস-ইসরায়েল যুদ্ধের সময়ও এটা দেখা গেছে। 

গত ২২ এপ্রিল ভারতের কাশ্মীরের পেহেলগামে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ২৬জন পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় পাকিস্তান-ভারত দুই দেশ একে অন্যকে দোষারোপ করে আসছিলেন। যা পরবর্তীতে দুই দেশে চরম উত্তেজনার সৃষ্টি করে। এরই মাঝে ভারত বুধবার (৭মে) ভোররাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন  পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

 

ঢাকা এক্সপ্রেস/ এসইউ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন